6/16/2019
10:09 AM
অপেক্ষা
।।শুভ জিত দত্ত।।
শরৎ মানে তোমার,
অপেক্ষার একটি বছর শেষ।
আবার মেতে ওঠা,
উৎসব আর প্রাণের উচ্ছাসে।
শুনবো না আর এই কটাদিন,
কারো শাষন বারন।
আমি না হয় মুক্ত হয়ে,
তোমায় সাথে নিয়ে যাব
যেথায় মন যেতে চাই।
তুমি একটু থেকো পাশে,
আমি না হয় আমার মথ
ঘুরব তোমায় নিয়ে।
পূজো দেখা শেষে যখন,
একটু ক্লান্ত হবে দুজন মিলে
খাওয়া দাওয়া করবো,
যা খুশি তাই।
কখন যেন চলেই গেল
পুজোর পাঁচ টা দিন,
তোমার সাথে কাটানো পূজো
কি আর ভুলা যায়।
No comments:
Post a Comment