8/16/2019
10:59 PM
নতুনের খোঁজে
।।শুভ জিত দত্ত।।
তুমি কি এখনো আমাকে
নিয়ে স্বপ্নের মাঝে হারিয়ে যাও
প্রতি নিঃশ্বাসের মাঝে
কি আমাকে খুঁজে পাও
নকি কথা বলা না বলার
মাঝে আমি হারিয়ে গেছি
নতুন করে আমাকে নিয়ে
ভাবতে ভুলে গেছো
তুমি না হয় স্বপ্নের মাঝে
উুঁকি দিয়ে আবার চলে যেও
কখন যদি আমার উপর
মেজাজ হারিয়ে ফেল
যা ইচ্ছা বলতো পারো
তোমার যা ভাল লাগে
কষ্ট নিয়ে কখনো তুমি
যেও না একটু দূরে
শুধু একটু কথা রেখ
দূরে গিয়ে কখন যেন
আমকে যেও না ভুলে।
No comments:
Post a Comment