8/18/2019
10:09 AM
নতুন আলোয়
।।শুভ জিত দত্ত।।
তুমি এসো দ্বিধা ভুলে
ফেলে এসে যতো পিছুটান,
থাকুক যত অন্ধ ইতিহাস।
প্রাণের মাঝে নতুন উচ্ছাসে,
মিশে যেও নতুন বন্ধনে।
আকড়ে ধরে দ্বিধা দন্ধে,
ভুলে থেক নতুন স্পর্শে।
আমি না হয় তোমার তরে
হারিয়ে যাব যখন মন চায়,
তুমি না হয় তোমার মথ
গড়ে নিও যেমন ইচ্ছা তাই।
যত কষ্ট আকড়ে ছিলে
এক নিমিষে ভুলিয়ে দেব,
আপন মায়ার শুদ্ধ জালে।
যদি সুযোগ দাও তোমায় নিয়ে,
নতুন আলোয় ভাঙবো অন্ধকার।
আকাশ মাঝে তোমায় নিয়ে
মেলবো সুখের ডানা,
দুজন মিলে নতুন করে
বাঁধবো সুখের নীড়।
No comments:
Post a Comment