ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, August 24, 2019

তোমায় তরে



8/9/2019
10:04 PM

তোমায় তরে
।।শুভ জিত দত্ত।।
কখন জানি তোমার আমি
নতুন করে পেলাম,
স্বপ্ন গুলো সত্যি হয়ে
তোমায় ফিরে পেলাম।
তোমার তরে হারিয়ে যাব,
যদি সুযোগ দাও।
তুমি এলে প্রথম হয়ে,
নতুন দিনের খোঁজে ।
দিন গুলো তাই যাচ্ছে ভাল
তোমায় কাছে পেয়ে,
দিন বদলের সাথী হয়ে
রইলে তুমি পাশে।
তোমায় নিয়ে হারিয়ে যাব
অচিন পুরীর দেশে,
দুজন মিলে দূর আকাশে
মেলব খুশির ডানা।
তুমি শুধু আমার হয়ে
থেক জীবন ভর ,
তোমায় নিয়ে পারি দেব
আসুক যত বাঁধা।






No comments:

Post a Comment