ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, August 24, 2019

আবার এসো



8/22/2019
11:07 AM

আবার এসো
। ।শুভ জিত দত্ত।।
কেন এত অভিমান
করো আমার উপর
কি বা দোষে আমার
তুমি বুঝলে এতো ভুল
কিষের দোষে দোষী
আমি বললেনা একবারও
মনে মনে কেন এতো
অভিমান চেপে রাখতে
শাস্তি তুমি দিতেই পারো
তবু কেন চলে যাও
পাশে থেকে একটি বারও
বললেনা তুমি কখনো
সব দোষ মাথায় নিয়ে
শাস্তি পেতেও রাজি
তবু ফিরে এসে
শুধরে দিও মোরে
আমি না হয় নতুন করে
তোমার মথ হবো
তবুও কেন দূরে থেকে
আমায় কষ্ট দাও

No comments:

Post a Comment