ধীরেন্দ্রনাথ দত্ত তিনি যেমন ছিলেন বলিষ্ঠ রাজনীবিদ ও সমাজকর্মী ,ভাষাসৈনিক ও একজন বিখ্যাত আইনজীবি ।তিনি প্রথম বাংলা ভাষার দাবী নিয়ে ১৯৪৮ সালের ২৫ আগস্ট পাকিস্তান গণপরিষদে অধিবেশনের সকল কার্যবিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি উত্থাপন করেন। তিনি পাকিস্তানে পূর্ব পাকিস্তানের জনসংখ্যাই বেশি এবং তারা বাঙালি, সেহেতু অবশ্যই বাংলাকে পূর্ব পাকিস্তানের সকল কার্যাবলীর জন্য ব্যবহার করা উচিত এবং পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া উচিত। কিন্তু লিয়াকত আলী খান সাম্প্রদায়িক বক্তব্যের ভিত্তিতে এই দাবী নাকচ করে দেন।
Sunday, February 5, 2017
Friday, February 3, 2017
তার গল্প কেউ আজ আর শোনে না....
কলনীর ছোট ঘর টি কোন রকম চাটাই এর বেড়া দেওয়া চারিদিকে কোন রকমে তাদের এই ঘর টি তাদের একমাত্র সম্বল
বিট্রিশ প্রিয়োড থেকে রেল তার উপার্জনে একমাত্র পথ।ফেরী করে খাবার বিক্রি করে তার দিন টা কোন রকমে চলে যায় ।যেদিন তার শরীল টা পেরে ওঠে না সেদিন তাদের দুইজনকেই পুরো দিন টা উপোস থাকতে হয়
দেখতে কত দিন চলে গেল তবু এই দুই বুড়ো বুড়ি কে কেউ দেখতে আসে না
ছেলে টাও আর খোঁজ নেই না সে আছে মহা সুখে
সকাল হলেই তার বানানো খাবার নিয়ে ছুটে যওয়া এই বগি থেকে ওই বগি তবু একটু সময় পেলেই কারো সাথে গল্প করতে ইচ্ছে করে সেই পুরানো দিনের স্মৃতির কিছুটা আংশ বয়সের ভারে শরীল আর পেরে ওঠে না
যানি না এভাবে আর কদিন চলবে
জোটে না কোন ভাতা তবু সেদিন দাড়িয়ে ছিলাম মুক্তিযোদ্ধাদের পাশে এই খাবার নিয়ে সেদিন তাদের ক্ষুধা নিবারন করেছি কেউ মনে রাখেনি
তবু তোমাকে আমার এই দুঃখের দগদগে স্মৃতি গুলো শুনিয়ে নিজেকে বড্ড হালকা লগছে
কেউ তো আর তোমার মথ দু-দন্ড দাঁড়িয়ে আমার কথা গুলো শোনে না..................
.....শুভ জিত দত্ত
কলনীর ছোট ঘর টি কোন রকম চাটাই এর বেড়া দেওয়া চারিদিকে কোন রকমে তাদের এই ঘর টি তাদের একমাত্র সম্বল
বিট্রিশ প্রিয়োড থেকে রেল তার উপার্জনে একমাত্র পথ।ফেরী করে খাবার বিক্রি করে তার দিন টা কোন রকমে চলে যায় ।যেদিন তার শরীল টা পেরে ওঠে না সেদিন তাদের দুইজনকেই পুরো দিন টা উপোস থাকতে হয়
দেখতে কত দিন চলে গেল তবু এই দুই বুড়ো বুড়ি কে কেউ দেখতে আসে না
ছেলে টাও আর খোঁজ নেই না সে আছে মহা সুখে
সকাল হলেই তার বানানো খাবার নিয়ে ছুটে যওয়া এই বগি থেকে ওই বগি তবু একটু সময় পেলেই কারো সাথে গল্প করতে ইচ্ছে করে সেই পুরানো দিনের স্মৃতির কিছুটা আংশ বয়সের ভারে শরীল আর পেরে ওঠে না
যানি না এভাবে আর কদিন চলবে
জোটে না কোন ভাতা তবু সেদিন দাড়িয়ে ছিলাম মুক্তিযোদ্ধাদের পাশে এই খাবার নিয়ে সেদিন তাদের ক্ষুধা নিবারন করেছি কেউ মনে রাখেনি
তবু তোমাকে আমার এই দুঃখের দগদগে স্মৃতি গুলো শুনিয়ে নিজেকে বড্ড হালকা লগছে
কেউ তো আর তোমার মথ দু-দন্ড দাঁড়িয়ে আমার কথা গুলো শোনে না..................
.....শুভ জিত দত্ত
Wednesday, January 4, 2017
শীতের সকাল
...শুভ জিত দত্ত
ঠাকটা রাসের গন্ধ ভাসে
রাস্তার চারিদিকে
সোনারৌদ উুঁকি মারে
ক্ষেতের কূল জুড়ে
নানা রকম সবজী
তে মাঠ যায় ভরে
বেলা বাড়ে কর্মব্যাস্ত
হয় কৃষাণ কৃষাণীরদল
ভোর রাত হলেই
ঢেঁকি পাড় দেওয়া
বেলা উঠলেই চলে
রস জাল দেওয়া
নতুন গুড়ের পাটালী
চলে ব্যাস্ত হাটে বিক্রি
নানা রকম পিঠে পুলি
চলে সন্ধ্যা হলেই
গ্রামের শীতের সকাল
যেন অন্য রকম পওয়া
কুয়াশার মাঝে উুঁকি মারে
সূর্যের মিষ্টি হাসি
...শুভ জিত দত্ত
ঠাকটা রাসের গন্ধ ভাসে
রাস্তার চারিদিকে
সোনারৌদ উুঁকি মারে
ক্ষেতের কূল জুড়ে
নানা রকম সবজী
তে মাঠ যায় ভরে
বেলা বাড়ে কর্মব্যাস্ত
হয় কৃষাণ কৃষাণীরদল
ভোর রাত হলেই
ঢেঁকি পাড় দেওয়া
বেলা উঠলেই চলে
রস জাল দেওয়া
নতুন গুড়ের পাটালী
চলে ব্যাস্ত হাটে বিক্রি
নানা রকম পিঠে পুলি
চলে সন্ধ্যা হলেই
গ্রামের শীতের সকাল
যেন অন্য রকম পওয়া
কুয়াশার মাঝে উুঁকি মারে
সূর্যের মিষ্টি হাসি
Thursday, December 22, 2016
প্রাণের ভাষা
..........শুভ জিত দত্ত
বিশ্ব একটি মাত্র ভাষা
যার জন্য নিষ্পাপ প্রাণ
ঝড়ে গেল অকালে
বিশ্বদরবারে শত ভাষার মাঝে
স্থান করেছে বাংলা নামে
তার অপূর্ব বর্ণের সমাহার
সমৃদ্ধ করেছে বর্ণমালা
মায়ের মুখে তার
শোভা শত গুন বাড়ে
শত আঘাত শয্য করে
আজও টিকে আছে
এসেছে অনেক পরিবর্তন
মিশেছে অনেক ভাষা তার মাঝে
তবু তার ধার একবিন্দুও কমেনি
হিন্দুয়ানি ভাষা বলে
শুনেছে শত গালি তবু তাতে
তার কি আসে যায়
বাংলা ভাষা সবার মাঝে
থাকুক সেরা হয়ে
হাজার বছর থাকুক টিকে
সব বাঙালীর হৃদয়ে
..........শুভ জিত দত্ত
বিশ্ব একটি মাত্র ভাষা
যার জন্য নিষ্পাপ প্রাণ
ঝড়ে গেল অকালে
বিশ্বদরবারে শত ভাষার মাঝে
স্থান করেছে বাংলা নামে
তার অপূর্ব বর্ণের সমাহার
সমৃদ্ধ করেছে বর্ণমালা
মায়ের মুখে তার
শোভা শত গুন বাড়ে
শত আঘাত শয্য করে
আজও টিকে আছে
এসেছে অনেক পরিবর্তন
মিশেছে অনেক ভাষা তার মাঝে
তবু তার ধার একবিন্দুও কমেনি
হিন্দুয়ানি ভাষা বলে
শুনেছে শত গালি তবু তাতে
তার কি আসে যায়
বাংলা ভাষা সবার মাঝে
থাকুক সেরা হয়ে
হাজার বছর থাকুক টিকে
সব বাঙালীর হৃদয়ে
Monday, December 19, 2016
মুক্তির ডাক
.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,
শুভ জিত দত্ত
.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,
মাকে ছেরে ওই সুদূরে
গেলাম একটি ডাকে
সব পিছুটান দূরে ঠেলে
দিলাম উজার করে
নেই ভয় নেই ডর
বুকে আছে প্রত্যয়
বিজয় ছিনিয়ে আনবই
এই শপথ বুকে নিয়ে
ওড়া যতই হোক বেশি
আমরাও কম নয়
মায়ের আশিষ মাথায় নিয়ে
মুক্ত করবো সদ্বেশ
মায়ের কথা কেন যেন
আজ শুধুই মনে পড়ে
কত গুলো দিন মাকে ছেড়ে
কাটছে যে আজ বড়
রাত নির্ঘুম কাটছে
যে আজ যুদ্ধের কলরবে
এক বুলেটেই করবো
ঘায়েল শত্রু সেনার ঘাঁটি
মৃত্যু ভয় করি নারে
আমরা শান্তি কামী
.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,
শুভ জিত দত্ত
.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,
মাকে ছেরে ওই সুদূরে
গেলাম একটি ডাকে
সব পিছুটান দূরে ঠেলে
দিলাম উজার করে
নেই ভয় নেই ডর
বুকে আছে প্রত্যয়
বিজয় ছিনিয়ে আনবই
এই শপথ বুকে নিয়ে
ওড়া যতই হোক বেশি
আমরাও কম নয়
মায়ের আশিষ মাথায় নিয়ে
মুক্ত করবো সদ্বেশ
মায়ের কথা কেন যেন
আজ শুধুই মনে পড়ে
কত গুলো দিন মাকে ছেড়ে
কাটছে যে আজ বড়
রাত নির্ঘুম কাটছে
যে আজ যুদ্ধের কলরবে
এক বুলেটেই করবো
ঘায়েল শত্রু সেনার ঘাঁটি
মৃত্যু ভয় করি নারে
আমরা শান্তি কামী
Sunday, December 18, 2016
বাবু মশাইইই
শুভ জিত দত্ত
বাবু মশাই জমিদার
রাগটা বড্ড চড়া
একটুতেই চট করে
মেজাজ যায় চড়ে
সেপাই পেয়েদা সারাক্ষণ
ভয়ে ভয়ে চলে
পা ফেলতে হলে ভুল
বেতড়া ঘাত চলে
গ্রহের দশা শনির দশা
লেগেই থাকে খালী
রাজাছে থোড়াই কেয়ার
মে হু জমিদার
খাজনা দিতে হলেই দেরি
না জানি কি জোটে কপালে
তিনি আবার ভোজন রসিক
আহারে পাঁচ পদ
ঝাল নুনের কমতি হলেই
বাবু মশাই রেগেই অস্থির
কবে যে পুড়েব চিতাই
সেই গালটাই সবার মুখে
শুভ জিত দত্ত
বাবু মশাই জমিদার
রাগটা বড্ড চড়া
একটুতেই চট করে
মেজাজ যায় চড়ে
সেপাই পেয়েদা সারাক্ষণ
ভয়ে ভয়ে চলে
পা ফেলতে হলে ভুল
বেতড়া ঘাত চলে
গ্রহের দশা শনির দশা
লেগেই থাকে খালী
রাজাছে থোড়াই কেয়ার
মে হু জমিদার
খাজনা দিতে হলেই দেরি
না জানি কি জোটে কপালে
তিনি আবার ভোজন রসিক
আহারে পাঁচ পদ
ঝাল নুনের কমতি হলেই
বাবু মশাই রেগেই অস্থির
কবে যে পুড়েব চিতাই
সেই গালটাই সবার মুখে
Friday, September 16, 2016
মন
,, শুভ জিত দত্ত
মন আমরা বড় উতলা
সব সময় অশান্ত
এক দন্ড স্থির হয় না
করে খালি সটফট
উড়ু উড়ু কলে খালি
থাকে না একটু শান্ত
সব সময় উড়ন চন্ডী
বড্ড বলি হারি
অজানা দেশে সে
উড়ে বেড়ায় খালী
জগৎ সংসার নিয়ে
তার নেই কোন মাথা ব্যাথা
মাঝে মাঝে ভাবি
কি করে যে বশে রাখি
এই অশান্ত মনটারে
.........................................
.........................................
কবি হুমায়ন আজাদ
,,,,,,,শুভ জিত দত্ত
ধর্ম বর্ণের উদ্ধে গিয়ে
আছ সবার শীর্ষে
নতুন ধারা সৃষ্টতে
ছিলে অগ্রণী
তোমার লেখায় সূচনা হল
নতুন ধারার দিশা
তাই বলে ওরা তোমার
করে বার বার আঘাত
তবুও করনি মাথা নথ
ওদের কারো কাছে
সাহস নিয়ে লিখলে তুমি
শত প্রতিবাদী গল্প কবিতা
তোমার লেখায় হল
জাগ্রত গোটা তরুন সমাজ
তোমার মাঝে খুজে পেল
নতুন পথের দীশা
তাই মরনেও রইলে
বেঁচে এই তারুণ্যের মাঝে
,, শুভ জিত দত্ত
মন আমরা বড় উতলা
সব সময় অশান্ত
এক দন্ড স্থির হয় না
করে খালি সটফট
উড়ু উড়ু কলে খালি
থাকে না একটু শান্ত
সব সময় উড়ন চন্ডী
বড্ড বলি হারি
অজানা দেশে সে
উড়ে বেড়ায় খালী
জগৎ সংসার নিয়ে
তার নেই কোন মাথা ব্যাথা
মাঝে মাঝে ভাবি
কি করে যে বশে রাখি
এই অশান্ত মনটারে
.........................................
.........................................
কবি হুমায়ন আজাদ
,,,,,,,শুভ জিত দত্ত
ধর্ম বর্ণের উদ্ধে গিয়ে
আছ সবার শীর্ষে
নতুন ধারা সৃষ্টতে
ছিলে অগ্রণী
তোমার লেখায় সূচনা হল
নতুন ধারার দিশা
তাই বলে ওরা তোমার
করে বার বার আঘাত
তবুও করনি মাথা নথ
ওদের কারো কাছে
সাহস নিয়ে লিখলে তুমি
শত প্রতিবাদী গল্প কবিতা
তোমার লেখায় হল
জাগ্রত গোটা তরুন সমাজ
তোমার মাঝে খুজে পেল
নতুন পথের দীশা
তাই মরনেও রইলে
বেঁচে এই তারুণ্যের মাঝে
মন
,, শুভ জিত দত্ত
মন আমরা বড় উতলা
সব সময় অশান্ত
এক দন্ড স্থির হয় না
করে খালি সটফট
উড়ু উড়ু কলে খালি
থাকে না একটু শান্ত
সব সময় উড়ন চন্ডী
বড্ড বলি হারি
অজানা দেশে সে
উড়ে বেড়ায় খালী
জগৎ সংসার নিয়ে
তার নেই কোন মাথা ব্যাথা
মাঝে মাঝে ভাবি
কি করে যে বশে রাখি
এই অশান্ত মনটারে
.........................................
.........................................
কবি হুমায়ন আজাদ
,,,,,,,শুভ জিত দত্ত
ধর্ম বর্ণের উদ্ধে গিয়ে
আছ সবার শীর্ষে
নতুন ধারা সৃষ্টতে
ছিলে অগ্রণী
তোমার লেখায় সূচনা হল
নতুন ধারার দিশা
তাই বলে ওরা তোমার
করে বার বার আঘাত
তবুও করনি মাথা নথ
ওদের কারো কাছে
সাহস নিয়ে লিখলে তুমি
শত প্রতিবাদী গল্প কবিতা
তোমার লেখায় হল
জাগ্রত গোটা তরুন সমাজ
তোমার মাঝে খুজে পেল
নতুন পথের দীশা
তাই মরনেও রইলে
বেঁচে এই তারুণ্যের মাঝে
,, শুভ জিত দত্ত
মন আমরা বড় উতলা
সব সময় অশান্ত
এক দন্ড স্থির হয় না
করে খালি সটফট
উড়ু উড়ু কলে খালি
থাকে না একটু শান্ত
সব সময় উড়ন চন্ডী
বড্ড বলি হারি
অজানা দেশে সে
উড়ে বেড়ায় খালী
জগৎ সংসার নিয়ে
তার নেই কোন মাথা ব্যাথা
মাঝে মাঝে ভাবি
কি করে যে বশে রাখি
এই অশান্ত মনটারে
.........................................
.........................................
কবি হুমায়ন আজাদ
,,,,,,,শুভ জিত দত্ত
ধর্ম বর্ণের উদ্ধে গিয়ে
আছ সবার শীর্ষে
নতুন ধারা সৃষ্টতে
ছিলে অগ্রণী
তোমার লেখায় সূচনা হল
নতুন ধারার দিশা
তাই বলে ওরা তোমার
করে বার বার আঘাত
তবুও করনি মাথা নথ
ওদের কারো কাছে
সাহস নিয়ে লিখলে তুমি
শত প্রতিবাদী গল্প কবিতা
তোমার লেখায় হল
জাগ্রত গোটা তরুন সমাজ
তোমার মাঝে খুজে পেল
নতুন পথের দীশা
তাই মরনেও রইলে
বেঁচে এই তারুণ্যের মাঝে
Friday, August 19, 2016
জ্বামাই ষষ্টি
....শুভ জিত দত্ত
সমাদরের কমতি নেই
নতুই জ্বামাই বলে
একের পর এক
চলতেই থাকে মুখ
বৌ শুধু চেয়েই থাকে
থালা গুলোর দিকে
শ্বাশুড়ির মা নানা পদ
রেঁধেই চলে খালি
জ্বামাই ষষ্টি নতুন জমাই
গুলোর কপাল যায় খুলে
আম কাঁঠালের কমতি নেই
জ্বামাই এসেছে বলে
শেষ মেষ জ্বামাই বাবার
পেটের বেমো হয়
পাখা নিয়ে শ্বাশুরি মা
বাতাস দিতেই থাকে
গেল গেল জ্বামাই গেল
একটু কম করে খেলেও হত
....শুভ জিত দত্ত
সমাদরের কমতি নেই
নতুই জ্বামাই বলে
একের পর এক
চলতেই থাকে মুখ
বৌ শুধু চেয়েই থাকে
থালা গুলোর দিকে
শ্বাশুড়ির মা নানা পদ
রেঁধেই চলে খালি
জ্বামাই ষষ্টি নতুন জমাই
গুলোর কপাল যায় খুলে
আম কাঁঠালের কমতি নেই
জ্বামাই এসেছে বলে
শেষ মেষ জ্বামাই বাবার
পেটের বেমো হয়
পাখা নিয়ে শ্বাশুরি মা
বাতাস দিতেই থাকে
গেল গেল জ্বামাই গেল
একটু কম করে খেলেও হত
দিদিমা
..........শুভ জিত দত্ত
দিদিমা আমার বড্ড রসিক
খালি করে রসিকতা
বয়স তার কম হল না
বোঝার উপায় নেই
নাতিপুতি ছাড়া দিদিমার
একবিন্দু ও চলে না
মজার মজার কথা বলে
মজিয়ে রাখে আসর খানি
সুযোই পেলেই দিদিমা আবার
দাদুর পেছন লাগে খালি
কে বলবে বয়স যে তার ষাটের
ঘরে বোঝার উপায় নেই
বৌমা গুলো বেজায় খুশি
রসিক শ্বশুনি পেয়ে
দিদিমার দিন গুলো
তাই যাচ্ছে হেসে খেলে
দুষ্টুমি করলে মায়ের মথ
কান মুলে দেয় খালি
এভাবেই যেন দিদামা
কে নিয়ে কেটে য়ায় সারা জীবন
..........শুভ জিত দত্ত
দিদিমা আমার বড্ড রসিক
খালি করে রসিকতা
বয়স তার কম হল না
বোঝার উপায় নেই
নাতিপুতি ছাড়া দিদিমার
একবিন্দু ও চলে না
মজার মজার কথা বলে
মজিয়ে রাখে আসর খানি
সুযোই পেলেই দিদিমা আবার
দাদুর পেছন লাগে খালি
কে বলবে বয়স যে তার ষাটের
ঘরে বোঝার উপায় নেই
বৌমা গুলো বেজায় খুশি
রসিক শ্বশুনি পেয়ে
দিদিমার দিন গুলো
তাই যাচ্ছে হেসে খেলে
দুষ্টুমি করলে মায়ের মথ
কান মুলে দেয় খালি
এভাবেই যেন দিদামা
কে নিয়ে কেটে য়ায় সারা জীবন
অচেনা শহর
শুভ জিত দত্ত
গ্রাম থেকে এলো দাদু
সাঙ্গে দিদিমা
কলিকতার শহর তার
লাগে অচেনা
অলিগলিতে ভরা শহর
বড্ড সেকেলে
শহর মানুষ দেখে দিদিমার
করে বড় ভয়
টুপলা টুপলি গুলো বড়
আগলে রাখে তাই
শহর মানুষ গুলো
বড্ড ব্যাস্ত
ক্ষনিক টা সময় দেই
না তো কেউ
ঠিকানা খুঁজতে খুঁজতে
দাদু তাই হল হয়রান
দিদিমার নিয়ে তাই
দাদু দেয় পিছু টান
হল না দেখা আর
ছেলেটার সাথে
গম্ভীর মুখে তাই
বাড়ি ফেরা
শুভ জিত দত্ত
গ্রাম থেকে এলো দাদু
সাঙ্গে দিদিমা
কলিকতার শহর তার
লাগে অচেনা
অলিগলিতে ভরা শহর
বড্ড সেকেলে
শহর মানুষ দেখে দিদিমার
করে বড় ভয়
টুপলা টুপলি গুলো বড়
আগলে রাখে তাই
শহর মানুষ গুলো
বড্ড ব্যাস্ত
ক্ষনিক টা সময় দেই
না তো কেউ
ঠিকানা খুঁজতে খুঁজতে
দাদু তাই হল হয়রান
দিদিমার নিয়ে তাই
দাদু দেয় পিছু টান
হল না দেখা আর
ছেলেটার সাথে
গম্ভীর মুখে তাই
বাড়ি ফেরা
Subscribe to:
Posts (Atom)