Friday, August 19, 2016

সারা আকাশ জুড়ে কালো
মেঘের আনাগোণা
হঠ্যাৎ করে অঝোর ধাড়ায়
বৃষ্টির আগমন
দিকবিদিক ছোটাছুটি
চলে অনেক টা সময়
জনজীবন ক্ষানিক সময়
যায় থমকে
পথ ঘাট চারিদিক কাঁদাজলে
হল একাকার
দূর্ভোগে নেই যে শেষ
কর্ম ব্যাস্ত এই শহরে
কালো মেঘ গুলো সড়ে
যায় কোন এক সময়
মিষ্টি রৌদ উুঁকি মারে
মেঘের আড়াল থেকে

No comments:

Post a Comment