অচেনা শহর
শুভ জিত দত্ত
গ্রাম থেকে এলো দাদু
সাঙ্গে দিদিমা
কলিকতার শহর তার
লাগে অচেনা
অলিগলিতে ভরা শহর
বড্ড সেকেলে
শহর মানুষ দেখে দিদিমার
করে বড় ভয়
টুপলা টুপলি গুলো বড়
আগলে রাখে তাই
শহর মানুষ গুলো
বড্ড ব্যাস্ত
ক্ষনিক টা সময় দেই
না তো কেউ
ঠিকানা খুঁজতে খুঁজতে
দাদু তাই হল হয়রান
দিদিমার নিয়ে তাই
দাদু দেয় পিছু টান
হল না দেখা আর
ছেলেটার সাথে
গম্ভীর মুখে তাই
বাড়ি ফেরা
শুভ জিত দত্ত
গ্রাম থেকে এলো দাদু
সাঙ্গে দিদিমা
কলিকতার শহর তার
লাগে অচেনা
অলিগলিতে ভরা শহর
বড্ড সেকেলে
শহর মানুষ দেখে দিদিমার
করে বড় ভয়
টুপলা টুপলি গুলো বড়
আগলে রাখে তাই
শহর মানুষ গুলো
বড্ড ব্যাস্ত
ক্ষনিক টা সময় দেই
না তো কেউ
ঠিকানা খুঁজতে খুঁজতে
দাদু তাই হল হয়রান
দিদিমার নিয়ে তাই
দাদু দেয় পিছু টান
হল না দেখা আর
ছেলেটার সাথে
গম্ভীর মুখে তাই
বাড়ি ফেরা
No comments:
Post a Comment