ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, August 19, 2016

অচেনা শহর
শুভ জিত দত্ত
গ্রাম থেকে এলো দাদু
সাঙ্গে দিদিমা
কলিকতার শহর তার
লাগে অচেনা
অলিগলিতে ভরা শহর
বড্ড সেকেলে
শহর মানুষ দেখে দিদিমার
করে বড় ভয়
টুপলা টুপলি গুলো বড়
আগলে রাখে তাই
শহর মানুষ গুলো
বড্ড ব্যাস্ত
ক্ষনিক টা সময় দেই
না তো কেউ
ঠিকানা খুঁজতে খুঁজতে
দাদু তাই হল হয়রান
দিদিমার নিয়ে তাই
দাদু দেয় পিছু টান
হল না দেখা আর
ছেলেটার সাথে
গম্ভীর মুখে তাই
বাড়ি ফেরা

No comments:

Post a Comment