সর্বনাশা ঝড়ে লন্ডভন্ড
হল সব
গুড়িয়ে গেল কাঁচা ঘর ছিল
ওই গ্রাম টিতে যত
ক্ষেতের ফসল যা ছিল
সব হল শে
বড্ড নিঃষ আজ ওরা
খোলা অকাশের নিচে
ক্ষুদ্রার্থ ওই মানুষ গুলো
আজ বড় অসহায়
গবাদী পশু যা ছিল
ভেসে গেল জোয়ারে
পাশে দাঁড়ানোর মথ
নেই যে কেউ আজ
ওরা আজ নিঃসম্বলের মথ
কাকুতি মিনতি করে
উঁচু তলার নজর তবু
পরে না ওদের দিকে
হল সব
গুড়িয়ে গেল কাঁচা ঘর ছিল
ওই গ্রাম টিতে যত
ক্ষেতের ফসল যা ছিল
সব হল শে
বড্ড নিঃষ আজ ওরা
খোলা অকাশের নিচে
ক্ষুদ্রার্থ ওই মানুষ গুলো
আজ বড় অসহায়
গবাদী পশু যা ছিল
ভেসে গেল জোয়ারে
পাশে দাঁড়ানোর মথ
নেই যে কেউ আজ
ওরা আজ নিঃসম্বলের মথ
কাকুতি মিনতি করে
উঁচু তলার নজর তবু
পরে না ওদের দিকে
No comments:
Post a Comment