ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, August 19, 2016

সর্বনাশা ঝড়ে লন্ডভন্ড
হল সব
গুড়িয়ে গেল কাঁচা ঘর ছিল
ওই গ্রাম টিতে যত
ক্ষেতের ফসল যা ছিল
সব হল শে
বড্ড নিঃষ আজ ওরা
খোলা অকাশের নিচে
ক্ষুদ্রার্থ ওই মানুষ গুলো
আজ বড় অসহায়
গবাদী পশু যা ছিল
ভেসে গেল জোয়ারে
পাশে দাঁড়ানোর মথ
নেই যে কেউ আজ
ওরা আজ নিঃসম্বলের মথ
কাকুতি মিনতি করে
উঁচু তলার নজর তবু
পরে না ওদের দিকে

No comments:

Post a Comment