জ্বামাই ষষ্টি
....শুভ জিত দত্ত
সমাদরের কমতি নেই
নতুই জ্বামাই বলে
একের পর এক
চলতেই থাকে মুখ
বৌ শুধু চেয়েই থাকে
থালা গুলোর দিকে
শ্বাশুড়ির মা নানা পদ
রেঁধেই চলে খালি
জ্বামাই ষষ্টি নতুন জমাই
গুলোর কপাল যায় খুলে
আম কাঁঠালের কমতি নেই
জ্বামাই এসেছে বলে
শেষ মেষ জ্বামাই বাবার
পেটের বেমো হয়
পাখা নিয়ে শ্বাশুরি মা
বাতাস দিতেই থাকে
গেল গেল জ্বামাই গেল
একটু কম করে খেলেও হত
....শুভ জিত দত্ত
সমাদরের কমতি নেই
নতুই জ্বামাই বলে
একের পর এক
চলতেই থাকে মুখ
বৌ শুধু চেয়েই থাকে
থালা গুলোর দিকে
শ্বাশুড়ির মা নানা পদ
রেঁধেই চলে খালি
জ্বামাই ষষ্টি নতুন জমাই
গুলোর কপাল যায় খুলে
আম কাঁঠালের কমতি নেই
জ্বামাই এসেছে বলে
শেষ মেষ জ্বামাই বাবার
পেটের বেমো হয়
পাখা নিয়ে শ্বাশুরি মা
বাতাস দিতেই থাকে
গেল গেল জ্বামাই গেল
একটু কম করে খেলেও হত
No comments:
Post a Comment