রথযাত্রা
..........শুভ জিত দত্ত
জগন্নাথের রথ যাত্রা
এলো বছর ঘুরে
জয় জগন্নাথ বলে সবাই
টানবে রথের দড়ি
শঙ্খ ধ্বনি উল্লু ধ্বনি
কম্পিত হবে চারিদিক
রথের চাকা চলবে
আর জয়ধ্বনি পরবে
তিনি যাবে মাসি বাড়ি
সথে বলরাম আর সুভদ্রা
রথের মেলায় ঘুরে ঘুরে
খাব মিঠাই পেঠ টা ভরে
কিনবো কত খেলনা
পাতি রথের মেলায় ঘুরে
কি মজা হবে হবে তখন
রথযাত্রা দর্শনে
চারিদিকে তাই কত তাই
আনন্দ আর উৎসবে মাতোযারা
..........শুভ জিত দত্ত
জগন্নাথের রথ যাত্রা
এলো বছর ঘুরে
জয় জগন্নাথ বলে সবাই
টানবে রথের দড়ি
শঙ্খ ধ্বনি উল্লু ধ্বনি
কম্পিত হবে চারিদিক
রথের চাকা চলবে
আর জয়ধ্বনি পরবে
তিনি যাবে মাসি বাড়ি
সথে বলরাম আর সুভদ্রা
রথের মেলায় ঘুরে ঘুরে
খাব মিঠাই পেঠ টা ভরে
কিনবো কত খেলনা
পাতি রথের মেলায় ঘুরে
কি মজা হবে হবে তখন
রথযাত্রা দর্শনে
চারিদিকে তাই কত তাই
আনন্দ আর উৎসবে মাতোযারা
No comments:
Post a Comment