ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, December 19, 2016

মুক্তির ডাক
.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,
শুভ জিত দত্ত
.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,
মাকে ছেরে ওই সুদূরে
গেলাম একটি ডাকে
সব পিছুটান দূরে ঠেলে
দিলাম উজার করে
নেই ভয় নেই ডর
বুকে আছে প্রত্যয়
বিজয় ছিনিয়ে আনবই
এই শপথ বুকে নিয়ে
ওড়া যতই হোক বেশি
আমরাও কম নয়
মায়ের আশিষ মাথায় নিয়ে
মুক্ত করবো সদ্বেশ
মায়ের কথা কেন যেন
আজ শুধুই মনে পড়ে
কত গুলো দিন মাকে ছেড়ে
কাটছে যে আজ বড়
রাত নির্ঘুম কাটছে
যে আজ যুদ্ধের কলরবে
এক বুলেটেই করবো
ঘায়েল শত্রু সেনার ঘাঁটি
মৃত্যু ভয় করি নারে
আমরা শান্তি কামী

No comments:

Post a Comment