বাবু মশাইইই
শুভ জিত দত্ত
বাবু মশাই জমিদার
রাগটা বড্ড চড়া
একটুতেই চট করে
মেজাজ যায় চড়ে
সেপাই পেয়েদা সারাক্ষণ
ভয়ে ভয়ে চলে
পা ফেলতে হলে ভুল
বেতড়া ঘাত চলে
গ্রহের দশা শনির দশা
লেগেই থাকে খালী
রাজাছে থোড়াই কেয়ার
মে হু জমিদার
খাজনা দিতে হলেই দেরি
না জানি কি জোটে কপালে
তিনি আবার ভোজন রসিক
আহারে পাঁচ পদ
ঝাল নুনের কমতি হলেই
বাবু মশাই রেগেই অস্থির
কবে যে পুড়েব চিতাই
সেই গালটাই সবার মুখে
শুভ জিত দত্ত
বাবু মশাই জমিদার
রাগটা বড্ড চড়া
একটুতেই চট করে
মেজাজ যায় চড়ে
সেপাই পেয়েদা সারাক্ষণ
ভয়ে ভয়ে চলে
পা ফেলতে হলে ভুল
বেতড়া ঘাত চলে
গ্রহের দশা শনির দশা
লেগেই থাকে খালী
রাজাছে থোড়াই কেয়ার
মে হু জমিদার
খাজনা দিতে হলেই দেরি
না জানি কি জোটে কপালে
তিনি আবার ভোজন রসিক
আহারে পাঁচ পদ
ঝাল নুনের কমতি হলেই
বাবু মশাই রেগেই অস্থির
কবে যে পুড়েব চিতাই
সেই গালটাই সবার মুখে
No comments:
Post a Comment