Sunday, December 18, 2016

কন কনে হওয়ার মৃদ্রু স্পর্শের মাঝে
অন্য রকম হীম শীতল অনুভূতিটা
ফুটে ওঠে ওই কুয়াশা ঘেরা অরণ্যের মাঝে
কোন এক সময় কুয়াশা ভেঙে শিশির
বিন্দু গুলো জমতে থাকে ঘাষের এক কোণে
রৌদ্র উজ্বল এক স্নিগ্ধ সাকালের অপেক্ষায়
স্ফুটিত হতে থাকে প্রকৃতির অন্য এক চিত্রপট

No comments:

Post a Comment