ঝেড়ে ফেলা কষ্ট
-শুভ জিত দত্ত
অঝোর ধারায় ঝড়ছে বৃষ্টি
আকাশ মন খুলে চোখের
জলে নিজেকে হালকা
করে নিচ্ছে
তার জমানো চাপা খোভ
কষ্ট গুলো বিসর্জন দিয়ে
আজ সে নিজেকে একটু
হালকা করে নিতে চায়
কারো কথায় আজ সে
বড়ো অভিমানী হয়েছে
রেখে ছিল চেপে নিজের
মনেরই অগোচরে
এখন সে অনেক হালকা
মন খুলে কথা বলে
নেই কোনো অভিমান
সব কিছু ঝেড়ে ফেলে।।