ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, May 31, 2021

 ঝেড়ে ফেলা কষ্ট

-শুভ জিত দত্ত


অঝোর ধারায় ঝড়ছে বৃষ্টি

আকাশ মন খুলে চোখের

জলে নিজেকে হালকা 

করে নিচ্ছে


তার জমানো চাপা খোভ 

কষ্ট গুলো বিসর্জন দিয়ে

আজ সে নিজেকে একটু

হালকা করে নিতে চায়


কারো কথায় আজ সে

বড়ো অভিমানী হয়েছে

রেখে ছিল চেপে নিজের

মনেরই অগোচরে


এখন সে অনেক হালকা

মন খুলে কথা বলে

নেই কোনো অভিমান

সব কিছু ঝেড়ে ফেলে।।

 

আবার ফিরে এসো

-শুভ জিত দত্ত

আজো কেন জানি না

ছুঁয়ে দেখতে ইচ্ছে করে

তোমার সাথে কাটানো

স্মৃতির পাতা গুলো


বড্ড অবহেলা আর

অযত্নে পড়ে থাকা

অ্যালবাম জ্বলে গেছে

ছবি গুলো বোঝা দায়


তবু তো তুমিও কি

ভুলে আছো নাকি

মাঝে সাজে আমাকে 

খোঁজো মনের অন্তরালে


সেদিন হয় তোমার কথা

বোকা বোকা হয়ে শুনে

গেছি আমি সরল সোজা

তাই কি উত্তর দেবো


এতেই কি সব শেষ হয়ে

যাবে আর কি কোনো

মতে একটি বারো 

যায় না ফিরে আসা।।




Thursday, May 27, 2021

 অবশেষে দেখা

-শুভ জিত দত্ত


আজ সকালে বৃষ্টি মূখর 

অজানা গল্প গুলো মনে ভাসে

সেদিনের সেই হারিয়ে যাওয়ার

গল্প মনে আছে তোমার


তোমার সাথে আমিও ভিজেছিলাম

প্রচন্ড ঠান্ডার আর হয়নি

দেখা করা বছর কেটে গেল


সেই যে চাকরি পেয়ে

চলে যাওয়া এক অচিনপুরের দেশে

বার বার কাজের ফাঁকে

মন চায়তো তোমার সাথে 

দেখা করি


শত চাওয়া শত প্রার্থনা

আজ সত্যি হলো

প্রকৃতির এক অনন্য আশির্বাদে


তোমার সাথে দেখা হবে

হঠাৎ বৃষ্টির দিনে

আমার অফিসের বাস স্টপে

চল তবে হারিয়ে যায়।।



 অজান্তে ভালো লাগা

-শুভ জিত দত্ত


আমার কল্পনাতে তুমি

অজান্তেই থেকো মনের কোণে

তাহলে হয়তো মান ‌অভিমান

আসবেনা একটি বারো


বড়ো যত্ন করে আগলে

রাখবো বছরে পর বছর

আর দূর থেকে দেখবো

তোমায় সূ্যোগ পেলে


কাছেই এলেই শুনেছি

নাকি যত অভিমান দানা বাঁধে

তাই আমার মতো করে

তোমাকে সুন্দর তম

স্থানে ঠাঁই দেবো


তোমাকে জানতে দেবো না

যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায়

এভাবে থাক না ভালো 

আমার তোমার সম্পর্ক।।

Tuesday, May 18, 2021

 পাড়ার দাদা

শুভ জিত দত্ত

এমনি একটু ভুলের সাজা

দেবেন আবার দাদা

অনেক রকম শাস্তি দেবেন

খাইয়ে দিতেন আদা


তাহার আবার গুণও আছে

রাখে পাড়া মাথাই

ভুলের ঘোরে মেশে না কেউ

খারাপ ছেলের গাতাই


সুনাম আছে পাড়ার দাদার

তিনি বড়ো দাতা

কবি রাজি করে দাদা

পড়ে দিতেন পাতা

 সোনার হাড়ি

-শুভ জিত দত্ত

আমার আছে গুপ্ত হাড়ি

তাতেই জাদুর গুলি,

যখন ইচ্ছা চাইতে পড়ি

অনেক মজার পুলি ।


চাইলে পড়ে মোহর মেলে

আরো টাকা কড়ি,

রান্না ঘরে বৌয়ের কথাই

আনি আমি খড়ি।


ছেলে যখন বায়না ধরে

লাগবে অনেক খেলনা,

সোনার হাড়ি কদর অনেক

একটু নয় সে ফেলনা।


যত্ন করে রাখি তুলে

রুপার একটা খাঁচায়,

গোপন‌ কথা জানে শুধু

জানে আপন চাচায় ।।


Saturday, May 15, 2021

 

সম্পর্কের গভীরতা

-শুভ জিত দত্ত

তোতোটাই দূরে সরিয়ে রাখো

যতোটা দূরে থাকলে

আরো প্রবল হয়ে ওঠে

হয়তো সম্পর্কের গভীরতা


তোমাকে দেখার ইচ্ছা টা

আকুল হলেও খুব সল্পতে

দেখাটা সেরে নেবো যাতে

সম্পর্কের ভাঙন না ধরে


খুব বেশি ঝগড়া আমি 

করবো না তোমার সাথে

যাতে কোনো মতে

সম্পর্কের বিচ্ছেদ না ঘটে


আমাকে নিয়ে ভাবনা গুলো

সাজিয়ে নিও তুমি 

কোন মতে কেউনা প্রবেশ করে

আমার তোমার সম্পর্কের মাঝে ।।




Thursday, May 13, 2021

 আমার কাব্যের তুমি

শুভ জিত দত্ত


আমার যতো কাব্য গুলো

তোমার নিয়ে লিখি

মনের কথা পড়তে গেলে

কতো কিছু শিখি 


তুমি হয়তো ছন্দের থেকে

একটু বেশি কিছু

সময় পেলে কেনো জানি

লাগি তোমার পিছু


আমার লেখার মাঝে শুধু

তোমার কথাই আসে

মনের সাথে সুখের স্মৃতি

চোখের সামনে ভাসে


হয়তো শুধু একটু বেশি

তোমার কথাই ভাবি

কবে তুমি আমার জন্য

খুলবে মনের চাবি।।

Friday, May 7, 2021

 অচেনা গন্তব্যে

শুভ জিত দত্ত


গহীনে লুকিয়ে মনের খেয়ালে

বার বার উঁকি দিয়ে খোঁজা

হয় তো বা এটিই তোমার

গন্তব্যের পথ 


কখন যে তোমার চরণ 

স্পর্শ করে এই পথ পাড়ি 

দেবে তার অপেক্ষায় হয়তো

চেয়ে থাকা


সময় অসময়ে ছুটে যেতে ইচ্ছে

হয় হঠাৎ মনের টানে কিন্তু

দেখা মেলে না কি জানি

সময়টা অজানা


এবার ঠিক দিন টাই পার 

করবো সেই পথের ধারে 

যা আছে কপালে বিশ্বাস আছে

দেখা তোমার পাবো।।

Monday, May 3, 2021

 অবাক ঘটনা

-শুভ জিত দত্ত


প্রতি দিনের রাত্রি শেষে

ঘটছে মজার ঘটনা,

ভাবতে ভাবতে মানুষ গুলো

হচ্ছে এখন দোটানা ।


অবাক করা কাহিনী নিয়ে

হচ্ছে নানা রটনা,

খবরে কাগজে রোজকার পাতায়

কোনো গুলো ছোটনা।


নতুন নতুন ঘটনা দেখে

ভাইয়ের সাথে পটেনা,

একটু কিছু বললে পরে

গাড়ি গুলো ছোটেনা।


ওমনি বললে কিছু কথা

আছে আমার নানা,

এমন চড়ে বসিয়ে দেবে

করে দেবে কানা।