ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, October 30, 2020

 ধৈর্য্য রেখো

-শুভ জিত দত্ত



তুমি একদিন পৌঁছে যাবে

তোমার আপন পথে,

সেদিন চড়বে সবার থেকে

দামি সোনার রথে।


যদি তুমি লেগে থাকো

ভাগ্য নেবে পিছু,

ধরা দেবে সুযোগ গুলো

বাকি আছে কিছু।


শুধু একটু ধৈর্য রেখো

দমবে না কিছুতেই,

আসতে পারে হাজার বাঁধা

থেমো না শুরুতেই।


আস্তে আস্তে ধরা দেবে

দেখবে কেমন লাগে,

সেদিন দেখো খারাপ সময়

কেমন করে ভাগে।


তুমি পারবে বিশ্বাস রেখো

মনে জ্বেলো আগুন,

তোমার দোয়ারে ধরা দেবে

বসন্তের এক ফাগুন।।

Saturday, October 24, 2020

কবিতা

 গ্রামের আলো

-শুভ জিত দত্ত


বাড়ি আমার করিম পুরে

ইচ্ছে হলেই গাইতাম সুরে,

গ্রামের মিষ্টি দৃশ্য দেখে

মনটা আমার গল্প লেখে।


গর্ব আমার বলতে পারি

মুগ্ধ করে গাছের সারি,

খেয়াল খুশি ইচ্ছে হলেই

ডুবে থাকি নদীর জলেই।


 আপন রুপে ভুলিয়ে রাখে

 এমন গ্রাম যে,মেলে লাখে ,

 রুপের বাহার মেলে ধরে

শুধু সবার দেখার তরে।


ভুলে যাবে দুঃখ গুলো

যদি মাখো গ্রামের ধুলো,

দেখবে কেমন রাখে বেঁধে

থাকো শুধু বলবে সেধে।

Wednesday, October 21, 2020

কবিতা


 

উৎসবের উল্লাসে
-শুভ জিত দত্ত

বোধন‌ মানেই শুভ সূচনা 
শুরু হলো উন্মাদনার 
মেতে ওঠা সে এক মহা সমারোহে
ঢাকে কাঠি আর শঙ্খ ধ্বনিতে
মুখরিত হয়ে ওঠে উৎসব অঙ্গন
আর পুজোর গন্ধে মন
মেতে ওঠে কোন নতুন আবেসে
প্যান্ডেল জুরে ব্যাস্ততা 
তার মাঝে খুঁজে ফেরা
কটা দিনের ব্যাস্ততাকে ছুটি 
দিয়ে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠা
শুনবনা আজ আর কারো 
শাষন বারন আমি আজ বাঁধন হারা
বছর ঘুরে এলে ফিরে 
শত প্রতিক্ষার অবসানে
আজ তাই দিকে দিকে 
চলে তোমার নিয়ে উন্মাদনা
অবশেষে এলে এই ধরায়।

Sunday, October 18, 2020

ছড়া কবিতা

 দাদুর স্মৃতি

-শুভ জিত দত্ত


নারু দাদুর দোকান ছিলো

পাড়ার মোড়ের একটু ডানে,

অবাক চোখে থাকতো ‌চেয়ে

আমার আশার পথের পানে।


স্কুল শেষে কজন মিলে

যেতাম দাদুর দোকান ঘরে,

মিষ্টি দিতো প্যাকেট ভরে

যখন আমি পড়তাম জরে।


দাদুর দোকান মিটাই মন্ডা

ছিলো অনেক স্বাদের বাহার,

মুখে দিলেই ভুলে যেতাম

অনেক ছিলো স্বাদ যে তাহার।


কদিন বাদে শুনতে পেলাম

দাদু নাকি গেছেন মরে,

সেদিন থেকে দাদুর কথা

খালি শুধু মনে পরে।।

Saturday, October 17, 2020

ছড়া কবিতা

  তাদের ভূমি

-শুভ জিত দত্ত


বাগান মাঠে কচুর ঝোপে

সন্ধ্যা রাতে শিয়াল আসে,

খানিক বাদে গলা ছেড়ে

আড্ডা শেষে সবাই হাসে।


কথার মাঝে ঝগড়া বাধে

তারা এখন কোথায় যাবে,

মানুষ গুলো দালান বাধে

থাকার জায়গা কোথায় পাবে।


মাঠের মাঝে দক্ষিণ কোণে

মানুষ গুলো নিলো কেড়ে,

খাবার অভাব লেগেই থাকে

বাচ্চা গুলো কেঁদে ফেরে।


দূর্যোগ গুলো ধেয়ে আসে

মানুষ গুলো বুঝবে কবে,

সবুজ গুলো ধ্বংস করে

মৃত্যু এবার ডাকছে তবে।


Thursday, October 15, 2020

কবিতা আবৃত্তি

 আমার আবৃত্তিতে শিশুতোষ কবি সুকুমার রায়ের লেখা হীতে বিপরীত কবিতা



Wednesday, October 14, 2020

কবিতা আবৃত্তি

 আমার আবৃত্তিতে শিশুতোষ কবি সুকুমার রায়ের লেখা অসম্ভব নয় কবিতা



Tuesday, October 13, 2020

কবিতা আবৃত্তি


আমার আবৃত্তিতে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিশুতোষ "হাট" কবিতা



Monday, October 12, 2020

কবিতা আবৃত্তি

 আমার আবৃত্তিতে কবি সুকুমার রায়ের লেখা শিশুতোষ কবিতা গানের গুঁতো


Sunday, October 11, 2020

ছড়া কবিতা

 "শখের ঘড়ি"

-শুভ জিত দত্ত

-

মিনাল বাবুর শখের ঘড়ি

সময় দেখে খাবেন বড়ি,

টাইম দেখে যাবেন হাটে

সবজি কিনে সময় কাটে।


সময় করে আনেন খড়ি

যত্ন করে রাখেন ঘড়ি,

ইচ্ছে হলেই দেখেন ঘড়ি

খেপায় তারে বলে হরি।


তাকে নিয়েই চড়েন গাড়ি

ঘড়ির আছে মুল্য ভারি,

তিনি আবার খাবেন খিরে

সময় দেখে বাড়ি ফিরে।


খাবার খাবে একটু চেখে

যখন তখন ঘড়ি দেখে,

চোখে মারেন জলের ফিকে

তাকিয়ে নিয়ে ঘড়ির দিকে।



কবিতা আবৃত্তি

 আমার আবৃত্তিতে কবি সুকুমার রায়ের লেখা শিশুতোষ কবিতা সৎ পাত্র


Saturday, October 10, 2020

সাফল্যের গল্প

 


"সেখান থেকেই শুরু"


আমার পরিবারের ছোট মেয়ে আমি। আমাকে নিয়ে আমার মা বাবার অনেক স্বপ্ন ছিলো।মা বাবার আশা একটু বেশিই ছিলো।তাদের আশা আমি একদিন বড় এসি ল্যান্ড হবো। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম তাদের স্বপ্ন বাস্তবায়ন এর দিকে পরাশুনার পাশাপাশি সাংস্কৃতিক জগতে মেলে ধরার চেষ্টা করি‌ নিজেকে।একে একে নানা সাফল্য আমার হাতে যখন ধরা দিতে শুরু করলো।মা বাবা আমাকে নিয়ে আরো বেশি গর্ব করতে শুরু করলো। বাবা ছিল আমাদের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।তার ছোট দোকান থেকে তিনি আমাদের পারিবারিক ও পড়াশোনার খরচ বহন করতেন। বাবার ঘাম ঝড়ানো উপার্জনের মুল্য দিতে দিন রাত এক করে নিজেকে তৈরি করতাম।এস এস সি ,এইস এস সি ও অনার্সের রেজাল্ট মা বাবাকে এতো টা আনন্দিত করেছিলো তখন শুধু মনে হচ্ছিল অনেক টা পৌঁছে গেছি সাফল্যের দ্বারপ্রান্তে।তখন সাংস্কৃতিক জগতে আমার সাফল্যের ধারা অব্যাহত ছিল।তার ভর্তি হলাম মাষ্টার্সে সব কিছুই খুব ভালো চলছিল। দিদির বিয়ের পর মা বাবার কাছে আমি ছিলাম আশার প্রদীপ হয়ে। ঠিক কিছু দিনের মাথায় আমার জীবনে ঘনিয়ে আসলো একটা অন্ধকার রাত। হারাতে হলো যে আমার মাথার উপর ছায়ার মত ছিল। সবকিছু তখন অন্ধকার দেখতে শুরু করলাম। হঠাৎ করে এত বড় শূন্যতা কিভাবে পূরণ হবে বুঝতে পারছিলাম না। সময়ের প্রয়োজনে এবং আর্থিক চাহিদা মেটানোর তাগিদে হাল ধরতে হলো বাবার প্রতিষ্ঠানের। তখন আমি মেয়ে হয়ে হাল ধরলাম বাবার দোকানের। জানি হয়তো অনেক সমালোচনার সম্মুখীন হতে হবে।ধীরে ধীরে এগিয়ে নিলাম বাবার প্রতিষ্ঠান কে। বাবা চলে যাওয়ার ধাক্কাটা  আমি মা কখনো বুঝতে দিয় নি। এবং সেখান থেকে শুরু হল আমার নতুন জীবনের গল্প। পড়াশোনা এবং পাশাপাশি বাবার দোকান এগিয়ে নিয়ে চললাম দু'টোকেই। প্রথম দিকে একটু সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তবে এখন সব মেয়েরা আমাকে নিয়ে অনেক গর্ব অনুভব করে।যখন আমার এই ঘুরে দাঁড়ানোর গল্প বিভিন্ন মানুষের মুখে মুখে ওঠে তখন নিজেকে নিয়ে সত্যিই খুব গর্ব অনুভব করি।এখন যেমন আমি আমার পরিবারের হাল ধরেছি ঠিক তেমনি এই প্রতিষ্ঠান থেকে আমার পড়াশোনার খরচ ও বহন করছে এবং জানি আমি পৌঁছে যাব ঠিকই সেই সাফল্যের দোরগোড়ায়। গর্ব করে বলতে পারি কোন মেয়েই একটি ছেলের থেকে কোন অংশেই কম হতে পারে না। আমি চাই আর পাঁচটা মেয়েও আমার মত ঘুরে দাঁড়াক আর রচনার হোক আরো এমন সাফল্যের গল্প।।

 



 আমার আবৃত্তিতে কবি সুকুমার রায়ের লেখা ষোল আনাই মিছে কবিতা সকলকে শোনার অনুরোধ জানাই


Monday, October 5, 2020

ছোট গল্প

একটা দড়ির কথা

...................................

আমার যত দূর মনে আছে আমি তখন পঞ্চম শ্রেণীতে পড়ি। আমার স্কুলের প্রতি আমার একটা ভালো লাগা জন্মেছিলো। আমার স্কুলে যেতে খুব ভালো লাগতো।আর খুব মনযোগ সহকারে শিক্ষকদের কথা শুনতাম। পড়াশোনায় খুব ভালো ছিলাম না।ঝড় বৃষ্টি যাই হোক আমি ঠিক সময়ে স্কুলে পৌঁছে যেতাম।সেই জন্য শিক্ষকরা আমার খুব প্রশংসা করতো।সেদিন শিক্ষক সবার কথা শুনছিলো কে কি হতে চাই ,কে কি করতে ভালোবাসে ।সবাই তাদের ভালোলাগা ও ভবিষ্যৎ কি করতে চাই সে সব কথাই বলছিলো।তবে সব থেকে আলাদা ছিলো সৌমেন সে পশুপাখি খুব ভালোবাসতো তার এই পশুপাখির প্রতি এতো মমতা দেখে তার বাবা তাকে একটি ছাগলের বাচ্চা কিনে দেয়।তার কোন ভাই ছিলোনা সে ছাগল টিকে নিজের ভাইয়ের মতো ভালবাসতো। ভালবেসে ছাগলটির নাম দিয়েছিলো মিনি।সে তার চোখের এক মুহুর্তের জন্যও মিনি কে আড়াল হতে দিতো না ।তার বাবার গরুর খামার ছিলো তিনি যখন গরু গুলোর জন্য খাবার আনতেন সাথে মিনি জন্য আনতে ভুলতেন না।বাবা আসলে দৌড়ে গিয়ে খাবার গুলো নিয়ে ছুটে যেত মিনির কাছে।সে যখন স্কুলে যেত তখন সে একটা দড়িতে বেঁধে রেখে যেতো সে জেনো কোথাও হারিয়ে না যায়। সৌমেনের আদর স্নেহে সে ধীরে ধীরে বড় হতে শুরু করলো।তার বাবা ছিল একজন পশুর ব্যাপারী পাশাপাশি নিজের বাড়িতে পশু পালন করতেন। সৌমেন বেশির ভাগ সময় কাটতো মিনির সাথে।তাই তার প্রতি গভীর মায়া জন্মেছিল। তাকে ছেড়ে কোন আত্মীয় বাড়ি গিয়ে একদিনও থাকতে পারতো না।রাতে ঘুমানোর সময় তাকে এক ঘরে নিয়ে ঘুমাতো।তাকে নিজ হাতে স্নান করাতো সে।বাবার সাথে মাঠে গেলে তাকে সাথে নিয়ে যেতো দড়িতে বেঁধে রাখতো যাতে কোথাও চলে না যাই। বেশ বড় হয়ে গেছে মিনি অনেক লোক দেখতে আসতো তাকে। সৌমেন তখন বুঝতে পারি নি কেন দেখতে আসতো।

সেদিন শনিবার স্কুলে যেতে হবে।সেদিন সকাল থেকে সৌমেন এর মন কেন যেন খুব খারাপ।মিনি কে বেঁধে রেখে গেল একটু আদর করে।কেন যেন ক্লাসে তার ঠিক মন বসছে না ।স্কুল ছুটি শেষে সবাই যখন হৈ হুল্লোড় করতে করতে বাড়ি আসছিলো তখন তার মন কেন যেন খুব খারাপ লাগছিলো।বড়ি এসে দেখে মিনির গলার দড়িটা পড়ে আছে ।মিনি কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ।সৌমেন দড়ি টা নিয়ে দৌড়ে ছুটে গেল বাবার কাছে ।বাবা আমার মিনি কই?তোর মিনি কে ওরা নিয়ে গেছে আমি তোকে একটা নতুন বাচ্চা ছাগল কে এনে দেব।সৌমেন এর কান্না কেউ আর থামাতে পারেনা।সেদিন সে ঠিক মতো খাওয়া দাওয়া করেনি।দড়ির দিকে তাকিয়ে বার বার কেঁদেছে।এখন খুব যত্নে রয়েছে সেই দড়িটা।দড়িটার দিকে তাকালে মনে পড়ে সেই মিনির কথা। শ্রেণী শিক্ষকও সৌমেনের কথা শুনে চোখেন জল‌ আটকে রাখতে পারলেন না তার এই মিনির কথা শুনে।এখনো দড়িটা তার বিছানার পাশে বড় যত্নে আছে।।
 

Thursday, October 1, 2020


 "সোনালী স্বদেশ"

শুভ জিত দত্ত


সোনা দিয়ে গড়া ও ভাই

এই আমাদের দেশ,

সবার সেরা জন্ম ভূমি

দেখতে লাগে বেশ।


আলো ছায়া দিয়ে সে তো

সবার করে লালন,

আগলে রাখে মাতৃ স্নেহে

করে মোদের পালন।


সবুজ শ্যামল প্রান্ত জোরা

রুপের ছটায় ভরা,

অতিথি পাখি মুগ্ধ হয়ে

দিলো এবার ধরা।


আকাশ দেখে ক্লান্তি গুলো

বিদায় যখন নেবে,

আমার এদেশ কতো মধুর

তখন দেখো ভেবে।


পাহাড় নদী ছেয়ে আছে

আমার দেশের পথে,

যেথায় সেথায় যেতেই পারো

চরে সোনার রথে।