সময় আসবে
- শুভ জিত দত্ত
খুব বেশি নেই দেরি
যখন পড়বে ধরা,
পাপের ঘড়া পূর্ণ হলেই
তোমার দেবে সাজা।
শত অন্যায় অবিচার
করেছো তুমি সমাজে,
তবুও হেসে খেলে বেড়াতে
ভয় ছিল না কোন।
যেদিন পড়বে ধরা
পাড়বেনা পালাতে,
তিতাপ যন্ত্রনা করবে ভোগ
মৃত্যু পূরীর দেশে।
থাকবে না পাশে
তোমার কাছের মানুষ,
দূর থেকে তোমার জন্য
করবে আহাজারি।
অসহায় হয়ে থাকবে চেয়ে
দাঁড়াবে না কেউ পাশে,
কাকুতি মিনতি করতে করতে
করবে শাস্তি ভোগ।
- শুভ জিত দত্ত
খুব বেশি নেই দেরি
যখন পড়বে ধরা,
পাপের ঘড়া পূর্ণ হলেই
তোমার দেবে সাজা।
শত অন্যায় অবিচার
করেছো তুমি সমাজে,
তবুও হেসে খেলে বেড়াতে
ভয় ছিল না কোন।
যেদিন পড়বে ধরা
পাড়বেনা পালাতে,
তিতাপ যন্ত্রনা করবে ভোগ
মৃত্যু পূরীর দেশে।
থাকবে না পাশে
তোমার কাছের মানুষ,
দূর থেকে তোমার জন্য
করবে আহাজারি।
অসহায় হয়ে থাকবে চেয়ে
দাঁড়াবে না কেউ পাশে,
কাকুতি মিনতি করতে করতে
করবে শাস্তি ভোগ।