শুভ জিত দত্ত
যেখানে জমতো আড্ডা
ছিন না দিন রাত্রি
আনা গোনা হতো কতো
জ্ঞানীগুণী বিদ্য জনের
কত বিষয়ে হতো তর্ক
মাঝে মধ্যে একটু আধটু
গল্পে আড্ডায় জমতো আসর
সাথে একটু চা মুড়ি
কথায় কথায় কেউ তো আবার
খৈই ফোটাতো মুখে
কেউ তো চুপ করে
শুনতো কথা মন দিয়ে
কিছু মানুষ ছিল আবার
হেসেই উড়াতো সবই
দেখতে দেখতে সময় কখন
নিমেষেই যেত চলে
এই ভাবে দিনে দিনে তাদের
আড্ডা নাম করেছে ভারি
দিন গুলো যাক চলে
একটু আড্ডার মাঝে