অচেনা তুমি
- শুভ জিত দত্ত
সামনে থেকে দেখিনি তোমায়
দেখেছি ছবি তে।
তোমায় চোখের চাহনিতে
হারিয়েছি বারে বারে।
কি এমন মায়া জালে
জড়িয়েছো বাড়ে বাড়ে।
কি আছে জাদু
বারে বারে চেয়ে থাকি।
চোখের জাদুতে জড়িয়ে ফেলো
পারি না ফিরে থাকতে।
তোমার মায়ার বদ্ধ জালে
জড়িয়ে রাখ মোরে।
জানি না তুমি কোন শহরে
থাক অচিন দেশে।
কোথায় গেলে খুঁজে পাব
যদি বলে দিতে।
তুমি যদি কাছে এসে
যদি ধরা দিতে।
তোমায় নিয়ে পাড়ি দেব
স্বপ্নের কোনো রাজ্যে।
- শুভ জিত দত্ত
সামনে থেকে দেখিনি তোমায়
দেখেছি ছবি তে।
তোমায় চোখের চাহনিতে
হারিয়েছি বারে বারে।
কি এমন মায়া জালে
জড়িয়েছো বাড়ে বাড়ে।
কি আছে জাদু
বারে বারে চেয়ে থাকি।
চোখের জাদুতে জড়িয়ে ফেলো
পারি না ফিরে থাকতে।
তোমার মায়ার বদ্ধ জালে
জড়িয়ে রাখ মোরে।
জানি না তুমি কোন শহরে
থাক অচিন দেশে।
কোথায় গেলে খুঁজে পাব
যদি বলে দিতে।
তুমি যদি কাছে এসে
যদি ধরা দিতে।
তোমায় নিয়ে পাড়ি দেব
স্বপ্নের কোনো রাজ্যে।