মিথ্যার বেড়াজাল
শুভ জিত দত্ত
তোমারাই আজ সব ভুলে
আছো মহা সুখে
কিষের নেশায় মত্ত হয়ে
ভুলতে আছো সব
অচেনা কোন সুখের তরে
কোথায় ডুবে থাকো
শেষে কেন ভুলের মাঝে
তোমাদের হারিয়ে যাওয়া
মিছে আশা বুকে জড়িয়ে
আর কত দিন চলে
এবার না হয় সত্যের পথে
সামনে এগিয়ে চলো
খুলে দিও মিথ্যা নামক
কাপড় খানি যাদের চোখে বাঁধা
যে মিথ্যা দেয় না সুখ
তাকে কেন আঁকড়ে ধরা
চল সবে সত্যের পথে
ভেঙ্গে দিয়ে মিথ্যার বেড়াজাল
নতুন প্রজন্মের জন্য গড়ে উঠুক
সত্যের এক আবাস ভূমি
No comments:
Post a Comment