অপূর্ব বাংলা
শুভ জিত দত্ত
আমার সোনার বাংলার রুপের বর্ণনা হয় তো বা বলে শেষ করা যাবে না
কি নেই আমার এই অপূর্ব বাংলায়
চারিদের সবুজের সমারাহ আর নীল আকাশ যেন দিগন্ত ছুঁয়ে যায়
কত না সাধু পুরুষের পূর্ণ ভূমি আমার এই অপূর্ব বাংলা
মাঝি যেন আকূল হয়ে গানে গেয় দাঁড় টানে সারা বেলা
কত নদ নদী আর হাওড় বাওরে ভরা চারি দিক
যে দিকে তাকায় সেদিকে যেন সোনার ধানে গেছে ভরে
যে একবার দেখেছে ওগো এই বাংলার রুপ
কখন হয় তো ভুলিতে পারিবেনা ওগো এই বাংলাকে
জীবন যেন অবসান হয় মাগো এই বাংলার মাটিতে
বার বার জন্মিতে পারি মাগো তোমার এই অপূর্ব বাংলায়।।
শুভ জিত দত্ত
আমার সোনার বাংলার রুপের বর্ণনা হয় তো বা বলে শেষ করা যাবে না
কি নেই আমার এই অপূর্ব বাংলায়
চারিদের সবুজের সমারাহ আর নীল আকাশ যেন দিগন্ত ছুঁয়ে যায়
কত না সাধু পুরুষের পূর্ণ ভূমি আমার এই অপূর্ব বাংলা
মাঝি যেন আকূল হয়ে গানে গেয় দাঁড় টানে সারা বেলা
কত নদ নদী আর হাওড় বাওরে ভরা চারি দিক
যে দিকে তাকায় সেদিকে যেন সোনার ধানে গেছে ভরে
যে একবার দেখেছে ওগো এই বাংলার রুপ
কখন হয় তো ভুলিতে পারিবেনা ওগো এই বাংলাকে
জীবন যেন অবসান হয় মাগো এই বাংলার মাটিতে
বার বার জন্মিতে পারি মাগো তোমার এই অপূর্ব বাংলায়।।