Wednesday, January 6, 2016

শরৎ মানে শারদ উৎসব
 সাদা মেঘ আর কাশ ফুলে ছেয়ে গেছে চারি দিক
 প্রকৃতি আজ নতুন রুপে সেজে উঠছে,
ঢাকে পরল কাটী আর মন মাতানো পূজোর গন্ধ যেন আমাকে পাগল করে দেয় সারা ক্ষণ,
ছেলে বেলার দিন গুলোর কথা যেন মনে পড়ে যায় বারে বারে বাবু দের বাড়ির পূজো দেখতে ছুটে যেতাম ক্ষণে ক্ষণে,
কত না হাসি আনন্দ আর হৈচৈ করে কেটেছে সেই ছেলে বেলার উৎসবের দিন গুলি।।শুভ জিত দত্ত।।
জীবন গাড়ী
 শুভ জিত দত্ত
চলছে দোলা চলে
 জীবন গাড়ী আজ
 হঠাৎ করে কোন এক দিন
 থেমে যাবে যে
 কত না আরাম আয়েশে
 চলছে দিন গুলী
 কোন এক দিন থেমে যাবে
 জীবন গাড়ী খানী
 পাপ পূর্ণ হিসাব না করি
 সারা জীবন ভর
 এভাবে কি কেটে যাবে
 সারা জীবন খানী
 একটু ভেবে দেখ মন
 চলে যেতে হবে এ জীবন ছেড়ে..
আগুনের শিখা
 শুভ জিত দত্ত
 যাও এগিয়ে অগ্নির বেগে
 আঘাত হানো দূর আকাশে
 লক্ষ ভেদ কর
 আর ফিরে তাকিয়ে না
 পেছনের দিকে
 তুমি তৈরি কর নতুন চলার পথ
 যে পথে সৃষ্টি হবে নতুন দিগন্ত
 আকাশ যেখানে মিশেছে
 সেখানে ই হবে তোমার সৃষ্টি
 অপার সম্ভবনা যে ডাকছে তোমায় তুমি অগ্নি শিখা।।
শুধু তুমি
 শুভ জিত দত্ত
 বলব না তুমি বড্ড ভাল
 তার পর তোমারে যে আমারে লাগে ভাল
 যখন নি চোখ পড়ে তোমার ঐ চোখে পাড়ি না গো
 চোখ সড়াতে কোন মতেই
 মাঝে মাঝে যেন হারিয়ে যায়
 শুধু তোমারই মাঝে
 কি করে বলি তোমায় আমি
 তুমি আমার সব
হঠাৎ আকাশ
 শুভ জিত দত্ত
 হঠাৎ করে তুমি কেমন
 মন ভার করে রও
 আবার তুমি কেমন করে
 হঠাৎ করে কেঁদে ফেলে দাও
 হঠাৎ হঠাৎ তুমি কেমন
 চেহারা বদলে ফেল
 হঠাৎ তোমার এই
 রুপ বড়ই ভাল লাগে
''অবাধ্য''
-শুভ জিত দত্ত-
ইচ্ছে হয় মধ্যে মাঝে অবাধ্য হয়ে যেতে
 তাই সময় পেলে মাঝে মাঝে ছুটে যায় কচি কাঁচাদের মাঝে
 ছেলাটি আমি বড়ই অবাধ্য তাই তো সময় পেলে বার ছুটে যায় দূর দিগন্তের পানে
 গন্তব্য মোর শেষ হয় না তাই মাঝে মাঝে অবাধ হয়ে যায়।।
প্রিয় ছোট কাকু,
আমার প্রিয় আদরের ছোট কাকু তোমার কোলে মাথারেখে ঘুমাতাম সাড়া রাত,
মা বাবা চলে গেছে সেই ছোট বেলায়,
তোমার হাতেয় পড়ালেখা তোমার হাতে মানুষ আমি,
বলতে বাবা বলতে মা সব ছিলে তুমি,
তাই তোমার কথা ভেবে ভেবে কেঁদে যায় সাড়া রাত...
আমরা তরুণ
--শুভ জিত দত্ত--
আমরা তরুণ আমরা নির্ভয় ভয় করে করি জয়,
ভয় কে পিছু ফেলে ছুটে চলি নতুন দিগন্তে,
নতুন আশার দোয়ার খুলি আমরাই তরুণ,
আমদের আছে অকৃত্তিম আশা
 সেই আশায় বাঁধি বুক মোরা,
তরুণ্য আমাদের চলার গতি নতুন সম্ভবনার দোয়ার খুলি আমরাই তরুণ,
নতুন পথ সৃষ্টি করি মোরা আমরাই আলোক দ্বীপ ছড়িয়ে দিই বিশ্বে আমরাই তরুণ।।।
 গাহি তরুণের জয় গান
"ছোট বেলা"
শুভ জিত দত্ত
 হৈচৈ লাফালাফি আর দুষ্টুমিতে ভরা,
বড়ই অদ্ভুত ছোট বেলা।
 দুষ্টুমিতে কাটত সাড়া দিন করতাম অনেক হৈচৈ,
কোথায় যেন হারিয়ে গেল আমাদের সেই ছোট বেলা।
 অন্যায় করলেই জুটত মায়ের হাতের মার আর বকুনী,
কতনা সুন্দর সেই ছোট বেলা।
 আর ফিরে পাবনা জানি,
তবু বার বার মনে পড়ে যায় সেই ছোট বেলার কাহিনী।
 যদি ফিরে পেতাম সেই দুষ্টুমি আর হাসি কান্নায় ঘেরা সেই ছোট বেলা।।
''সন্ধ্যা রাতের তারা''
---শুভ জিত দত্ত---
হঠ্যাৎ যখন সন্ধ্যা নামে
 আকাশ তারা জ্বলে ওঠে,
জোনাকীরা আলোয় ভরিয়ে দেয় গোটা দুনিয়া,
অন্ধকার নিভিয়ে আলোক বার্তা নিয়ে আসে সন্ধ্যা রাতের তারা,
আলোয় আলোয় ভরিয়ে দেয় বিশ্ব ভূবন আধার।
''অবাধ্য''
-শুভ জিত দত্ত-
ইচ্ছে হয় মধ্যে মাঝে অবাধ্য হয়ে যেতে
 তাই সময় পেলে মাঝে মাঝে ছুটে যায় কচি কাঁচাদের মাঝে
 ছেলাটি আমি বড়ই অবাধ্য তাই তো সময় পেলে বার ছুটে যায় দূর দিগন্তের পানে
 গন্তব্য মোর শেষ হয় না তাই মাঝে মাঝে অবাধ হয়ে যায়।।
বড় একলা লাগে
-----------------
শুভ জিত দত্ত
-----------------
ঘরে একলা বসে
 ভাবছি তোমায় কথা,
ভাবছি তোমায় সাথে
 আবার হবে কবে দেখা,
দেখা হলে তোমায় মাঝে
 হারিয়ে যাব আমি,
এই আমাকে খুঁজতে
 তখন ব্যাস্ত হবে তুমি,
আমি তুমি,তুমি আমি
 মিলে মিশে হব একাকার,
অসহ্য যন্ত্রণা যে
 লাগছেনা ভাল আর
 কেমন করে তোমায় বলি
 তোমাকে শুধু আমাকে শুধু আমাকেই দরকার।।
মা''
শুভ জিত দত্ত
 কতনা স্নেহ ভালবাসা দিয়ে
 বড় করেছিলে আমায় তুমি মা,
ছোট বেলাতে যে বাবা হারিয়েছি
 কখনো বুঝতে দাও না তুমি মা,
তোমার কোলে মাথা রাখলে যে মা ভুলে যেতাম শত যন্ত্রনা আর কষ্ট,
তুমি যখন রেখেছো মা আমায় মাথায় হাত
 নিমিষে যত চিন্তা গুলো কোথায় যেন হারিয়ে যায়,
একটি কথায় বলব শেষ মা
 আমায় পাশে থেক তুমি সারা জনম ভর।।