ভগবান তোমার চরণে
ঠাঁই দিও মোরে
একটু দিও আশ্রয়
তোমা ছাড়া এই জগতে বলো
কে আছে বলো
সুখ দুঃখের ভাগিদার হয়ে
থেকো জনম ভর
মানুষ জনম দিলেই তবে
পাপের ভার থেকে তুমি
মুক্তি দিও আমায়
এতো শোক তাপ কষ্ট গুলো
কি করে সইবো আমি।
ভালোর দিকে আলোর পথে
দেখিও সদা তুমি
তোমার আশির্বাদ ছাড়া
এই জগতে কি আমি
চলার ক্ষমতা রাখি
শুভ আশিস দিও তুমি
সারা জনম ভর
সাংসার আমার বৃথা যাবে
তোমাকে না পেলে
ভগবান সবই দেখ
তবে কষ্ট কেন দাও সদা
এতো কষ্ট দিলেই যখন
সহ্য করার ক্ষমতা দিও
হেসে খেলে কাটাবো আমি
তোমার নাম গানে
যদি তুমি আমার একটু
ভালো থাকার সুযোগ করে দিও
প্রার্থনা
-শুভ জিত দত্ত