ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, October 30, 2022

প্রার্থনা

 ভগবান তোমার চরণে 

ঠাঁই দিও মোরে

একটু দিও‌ আশ্রয় 

তোমা‌ ছাড়া এই জগতে বলো‌

কে আছে বলো

সুখ দুঃখের ভাগিদার হয়ে

থেকো জনম ভর

মানুষ জনম দিলেই তবে

পাপের ভার থেকে তুমি

মুক্তি দিও আমায় 

এতো শোক তাপ কষ্ট গুলো

কি করে সইবো আমি।

ভালোর দিকে আলোর‌ পথে

দেখিও সদা তুমি 

তোমার আশির্বাদ ছাড়া 

এই জগতে কি আমি

চলার ক্ষমতা রাখি

শুভ আশিস দিও তুমি

সারা জনম ভর


সাংসার আমার বৃথা যাবে

তোমাকে না পেলে 

ভগবান সবই দেখ

তবে কষ্ট কেন দাও সদা

এতো কষ্ট দিলেই যখন

সহ্য করার ক্ষমতা দিও

হেসে খেলে কাটাবো আমি

তোমার নাম গানে

যদি তুমি আমার একটু 

ভালো থাকার সুযোগ করে দিও


প্রার্থনা 

-শুভ জিত দত্ত 



কবিতা বন্ধ হোক যুদ্ধ

 


বন্ধ হোক যুদ্ধ

-শুভ জিত দত্ত


যুদ্ধের নামে সহিংসতা

বাড়ছে শুধু দেনা

মহা মূল্যবান তাজা প্রাণ 

যায় কি কখনো কেনা


যুদ্ধের আসর থেকে 

গুলির শব্দ আসে 

প্রতিটা দিন কাটছে যেন

ভয়ানক এক ত্রাসে


এই মরণ দশার মাঝে

করবে কে বা ত্রাণ

বুলেট এসে প্রতিনিয়ত

কাড়ছে তাজা প্রাণ


অস্ত্র নিয়ে ঝনঝনানি

আবার কবে থামবে

একদিন ঠিকই দ্বন্দ্ব ভুলে  

বন্ধুত্বের বন্ধনে বাঁধবে।।




Monday, October 24, 2022

 দূর প্রবাসে

-শুভ জিত দত্ত 

বন্ধু তবে এলেই যখন

থেকে যেও কদিন

আবার গেলে আসবে কবে

তার ঠিকানা নেই


দূর দেশে কখনও কি

আমাদের মনে পড়ে

নাকি সারাদিন শুধু নিজেকে

কাজের মধ্যে ডুবিয়ে রাখো


আমরা কিন্তু বন্ধু তোমার

ফোনের আশায় থাকি

দূর প্রবাসে কেমন আছো

ব্যাকুল হয়ে থাকা


শত কাজের ব্যস্ততার মাঝে 

খোঁজ খবর রেখো

নইলে কিন্তু সম্পর্কের বন্ধন

নিমিষেই মুছে যাবে।।




Monday, October 17, 2022

বন্ধুত্বের স্মৃতি

 প্রিয় বন্ধু 

-শুভ জিত দত্ত


বিপদ এলেই এক নিমিষেই 

ছুটে আসে কাছে

চাওয়া পাওয়া হীন উদ্দেশ্যে

আপন করে নেওয়া


 খারাপ লাগার দিন গুলোতে

তোরা থাকিস পাশে

গল্প আড্ডায় ভুলেই যেতাম

মন খারাপের কারণ


তোদের সাথে পাড়ি দিতাম

দুর্গম কোনো পথে

বন্ধু থাকলে ভয়ের কথা

মাথায় কি আর আসে


বের হতাম দূরের পথে

তোদের সাথে নিয়ে

ব্যস্ততা কে ছুটি দিয়ে

হারিয়ে যেতাম কদিন



ভুলেই যেতাম খাওয়া কথা

হাসি গানের মাঝে

সারা জীবন থাকিস তোরা 

সুখের স্মৃতি হয়ে।।

Friday, October 14, 2022

কবিতা - বৃদ্ধাশ্রমের দরজা

বৃদ্ধাশ্রমের দরজা

-শুভ জিত দত্ত 


ভাই আজ ভাইয়ের ‌সাথে

দিনরাত্রি করছে হানাহানি

বাবা মার আহার জোটে

কটু কথা শুনে


মা বাবা‌র জায়গা এখন

হয়না ছেলের ঘরে

বৌমা এসে দক্ষল করে

মায়ের কোলের ছেলে


দুদিন পর ঘরছাড়া হয়

বৃদ্ধাশ্রম শেষ ঠিকানা

শ্বশুর বাড়ির লোক গুলো 

তখন আপন হবে


যদিও থাকার সুযোগ হয়

ঘরের এক কোণে

ঝি এর মতো খাটতে খাটতে

জীবন প্রদীপ নেভে


বৃদ্ধাশ্রমের দরজা একদিন

ঠিকই বন্ধ হবে

বৌমা শ্বাশুড়ি দ্বন্দ্ব কিন্তু 

একদিন ঘুচে যাবে।।










Tuesday, October 11, 2022

কবিতা

 সুখের সন্ধানে

-শুভ জিত দত্ত

তোমার আকাশ বাঁধন ছাড়া 

মেঘের মতো ভেসে থাকি 

আর রাত দুপুরে স্বপ্ন উড়ায় 


জমতে থাকা কষ্ট গুলো

মনের অজান্তে ঝড়ে পড়ে

চোখের জল বৃষ্টি হয়ে


সুখের দেখা পেলেই কখন

দুঃখের কালো মেঘ গুলো

হঠাৎ কখন সড়ে যায়


কখন তোমার মনের অন্তরালে

ভেসে আসে সাদা মেঘ

সুখের স্মৃতি সাথে নিয়ে ।।