Tuesday, February 25, 2020
তুমি সেরা
শুভ জিত দত্ত
ব্যার্থতা সব দূরে ঠেলে
তুমি যাচ্ছ আপন মনে
শত বাধা জয় করেছো
আপন মনের জোরে
থামোনি তো পথের মাঝে
চলছো আপন ছন্দে
ভয় পেয়ে যাওনি সরে
এগিয়েছো বাড়ে বাড়ে
কাজ দেখে অবহেলা
তোমার মাঝে আসেনি
হাজারো চাপ মাথায় নিয়ে
তুমি ছিলে শান্ত
পরিশ্রমেও কখনো ক্লান্তি
তোমার মাঝে দেখিনি
রাত দিন এক করে
কাজের মাঝেই ছিলে
কাজের মাঝে ডুবে থাকতে
তুমি ভালোবাসতে
সেরা তাই সবার থাকে
আছো সবার মাঝে
শুভ জিত দত্ত
ব্যার্থতা সব দূরে ঠেলে
তুমি যাচ্ছ আপন মনে
শত বাধা জয় করেছো
আপন মনের জোরে
থামোনি তো পথের মাঝে
চলছো আপন ছন্দে
ভয় পেয়ে যাওনি সরে
এগিয়েছো বাড়ে বাড়ে
কাজ দেখে অবহেলা
তোমার মাঝে আসেনি
হাজারো চাপ মাথায় নিয়ে
তুমি ছিলে শান্ত
পরিশ্রমেও কখনো ক্লান্তি
তোমার মাঝে দেখিনি
রাত দিন এক করে
কাজের মাঝেই ছিলে
কাজের মাঝে ডুবে থাকতে
তুমি ভালোবাসতে
সেরা তাই সবার থাকে
আছো সবার মাঝে
Friday, February 14, 2020
তোমার পথে
।।শুভ জিতে দত্ত।।
তুমি এসো যখন খুশি
থাকবো আপেক্ষায়
আমি না হয় পথে চেয়ে
কাটাব দিন গুলি
যনি আসবে তুমি
সকল স্মৃতি ভুলে
আমার নিয়ে পাড়ি দিও
যেথাই লাগে ভালো
তোমার মাঝে হারিয়ে যেতে
নেই তো কোনো বাধা
তোমার ইচ্ছায় বলতে পারি
জমানো সব কথা
হাজারো ভুল করতে পারি
মানুষ বটে আমি
তাই বলে দূরে সরে
কষ্ট পাবে তুমি
একটু ক্ষমা করতেই পারো
দেখ শুধরে যাব
তোমার সুখে দুঃখে
আমায় পাশে নিও
।।শুভ জিতে দত্ত।।
তুমি এসো যখন খুশি
থাকবো আপেক্ষায়
আমি না হয় পথে চেয়ে
কাটাব দিন গুলি
যনি আসবে তুমি
সকল স্মৃতি ভুলে
আমার নিয়ে পাড়ি দিও
যেথাই লাগে ভালো
তোমার মাঝে হারিয়ে যেতে
নেই তো কোনো বাধা
তোমার ইচ্ছায় বলতে পারি
জমানো সব কথা
হাজারো ভুল করতে পারি
মানুষ বটে আমি
তাই বলে দূরে সরে
কষ্ট পাবে তুমি
একটু ক্ষমা করতেই পারো
দেখ শুধরে যাব
তোমার সুখে দুঃখে
আমায় পাশে নিও
ক্ষণিকের তরে
।।শুভ জিত দত্ত।।
জনি তুমি আসবে
তাই বলে আমি একাকী
দিন গুণে যায় সময়ে অসময়ে।
তোমার দেখার আক্ষেপ
যেন কুড়ে কুড়ে খায়
তবুও তুমি আসবে।
সব ফেলে যত পিছুটান
থাকুক যত দুঃসহ স্মৃতি
তুমি এসো মন থেকে।
তুমি আসবে বলেই
নীরব হয়ে শুনব তোমার কথা
শুনতে শুনতে হারিয়ে যাব
তোমার কথার মাঝে
চলতে পারি তোমার কথায়
যেমন বলবে তুমি
হারিয়ে যাওয়ার সুযোগ দিও
একটু তোমার মাঝে
তোমার সাথে চলতে চলতে
দিগন্ত পাড়ি দেব
যদি বাড়াও তোমার হাত
।।শুভ জিত দত্ত।।
জনি তুমি আসবে
তাই বলে আমি একাকী
দিন গুণে যায় সময়ে অসময়ে।
তোমার দেখার আক্ষেপ
যেন কুড়ে কুড়ে খায়
তবুও তুমি আসবে।
সব ফেলে যত পিছুটান
থাকুক যত দুঃসহ স্মৃতি
তুমি এসো মন থেকে।
তুমি আসবে বলেই
নীরব হয়ে শুনব তোমার কথা
শুনতে শুনতে হারিয়ে যাব
তোমার কথার মাঝে
চলতে পারি তোমার কথায়
যেমন বলবে তুমি
হারিয়ে যাওয়ার সুযোগ দিও
একটু তোমার মাঝে
তোমার সাথে চলতে চলতে
দিগন্ত পাড়ি দেব
যদি বাড়াও তোমার হাত
Friday, February 7, 2020
রঙিন আকাশ
।। শুভ জিত দত্ত।।
নতুন রূপে রঙিন হল
বসন্তের এই বিকেল
নানা রং ছড়িয়ে পড়ুক
বসন্তের এই ক্ষণে
ইচ্ছে গুলো পেক্ষম মেলে
উড়ুক দিন শেষে
রুপের ছটা লেগেছে
আজ নীল আকাশের কোনে
নতুন সাজে সেজেছে
ওই দক্ষিণের খোলা আকাশ
বসন্তের এই ক্ষণে
চল মাতি নতুন উল্যাসে
আজ না হয় ব্যস্ততা কে
দিলাম ছুটি দিয়ে
দুজন মিলে দুর আকাশে
উড়ব ডানা মেলে
বসন্তের এই শুভ্রতা টুকু
দিলাম উজাড় করে
আগলে রেখ তোমার কাছে
আপন ছায়ার মাঝে
।। শুভ জিত দত্ত।।
নতুন রূপে রঙিন হল
বসন্তের এই বিকেল
নানা রং ছড়িয়ে পড়ুক
বসন্তের এই ক্ষণে
ইচ্ছে গুলো পেক্ষম মেলে
উড়ুক দিন শেষে
রুপের ছটা লেগেছে
আজ নীল আকাশের কোনে
নতুন সাজে সেজেছে
ওই দক্ষিণের খোলা আকাশ
বসন্তের এই ক্ষণে
চল মাতি নতুন উল্যাসে
আজ না হয় ব্যস্ততা কে
দিলাম ছুটি দিয়ে
দুজন মিলে দুর আকাশে
উড়ব ডানা মেলে
বসন্তের এই শুভ্রতা টুকু
দিলাম উজাড় করে
আগলে রেখ তোমার কাছে
আপন ছায়ার মাঝে
Tuesday, January 21, 2020
অসহায়ত্বের কথা
শুভ জিত দত্ত
ওদের আছে অনেক তবু
সড়ে না হাত দিয়ে
পথের ধারে মানুষ গুলো
কাঁদছে খিদের জ্বালায়
চলতি পথে দেখে তবু
দেয় না কিছু দিয়ে
তোমার থাকো দালান কোঠায়
আছো কতো সুখে
রোদ বৃষ্টি ঝড় ওদের
সব কিছু সয়ে গেছে
যদি হাত বাড়াতে
ওরা আসতো এগিয়ে
সভ্য সমাজে চলতো না হয়
তোমাদের সাথে সাথে
সামান্য একটু করুণাতে
ওরাও থকতো মহা সুখে
শত বিভেদ ভুলে চল
দাঁড়ায় ওদের পাশে
তারাও না হয় একটু সুখে
থাকুক সবার সাথে
শুভ জিত দত্ত
ওদের আছে অনেক তবু
সড়ে না হাত দিয়ে
পথের ধারে মানুষ গুলো
কাঁদছে খিদের জ্বালায়
চলতি পথে দেখে তবু
দেয় না কিছু দিয়ে
তোমার থাকো দালান কোঠায়
আছো কতো সুখে
রোদ বৃষ্টি ঝড় ওদের
সব কিছু সয়ে গেছে
যদি হাত বাড়াতে
ওরা আসতো এগিয়ে
সভ্য সমাজে চলতো না হয়
তোমাদের সাথে সাথে
সামান্য একটু করুণাতে
ওরাও থকতো মহা সুখে
শত বিভেদ ভুলে চল
দাঁড়ায় ওদের পাশে
তারাও না হয় একটু সুখে
থাকুক সবার সাথে
Tuesday, December 31, 2019
পথ চেয়ে (শুভ জিতে দত্ত)
তাকে দেখার আক্ষেপ যেন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কাজের চাপে আমাকে যেন আরো একলা করে দিচ্ছে।তবু তাকে ছেড়ে থাকা আমার পক্ষে মনকে তার কাছে ফেলে রাখার সমান।এক বিন্দু যেন নিজেকে শান্ত রাখতে পারিনা তাকে ছেড়ে থাকতে নিজেকে বড় অসহায় মনে হয়। হয়তো সে আমার কথা ভাবতে ভাবতে কখন না ঘুমিয়ে রাত জেগে থেকে।আমাকে দেখার আগ্রহ যেন আরো বেশি একাকী করে দিচ্ছে তাকে। কখন কখন মনে হয় যতই থাকুক কাজের চাপ তবু নিজেকে আটকে রাখবো না কোন বেড়াজালে। কিন্তু তখনি যেন হাজারো কাজের চাপে আমাকে আটকে রাখে।
এই হাজারো কাজের চাপ দুরে রেখে তার পাশে থেকে যদি সারা জীবন কাটিয়ে দিতে পারতাম।
এক বেলা না হয় নাই বা খেতাম তবু তোমার পাশে থাকতাম। তোমাকে দেখে চোখ জুড়াতাম যখন মন চায়। থাকতাম না আর ছুটির আশায় চলে আসতাম সব চাপ ফেলে।কি হবে হাজারো সম্পদ যদি তুমি না পাশে থাকো। তোমাকে আর বেশি দিন একলা থাকতে হবে না আমি চলে আসবো খুব তাড়াতাড়ি। ছুটি টা হয়তো সামনে মাসেই পাবো।।
মিথ্যার বেড়াজাল
শুভ জিত দত্ত
তোমারাই আজ সব ভুলে
আছো মহা সুখে
কিষের নেশায় মত্ত হয়ে
ভুলতে আছো সব
অচেনা কোন সুখের তরে
কোথায় ডুবে থাকো
শেষে কেন ভুলের মাঝে
তোমাদের হারিয়ে যাওয়া
মিছে আশা বুকে জড়িয়ে
আর কত দিন চলে
এবার না হয় সত্যের পথে
সামনে এগিয়ে চলো
খুলে দিও মিথ্যা নামক
কাপড় খানি যাদের চোখে বাঁধা
যে মিথ্যা দেয় না সুখ
তাকে কেন আঁকড়ে ধরা
চল সবে সত্যের পথে
ভেঙ্গে দিয়ে মিথ্যার বেড়াজাল
নতুন প্রজন্মের জন্য গড়ে উঠুক
সত্যের এক আবাস ভূমি
Friday, November 29, 2019
কুয়াশার চাঁদর
.,.,.,শুভ জিত দত্ত.,.,
শীতের আগমনে কুয়াশায়
ছেয়েছে চারিদিকে
আকাশে তাই সুর্যের লুকোচুরি
সকাল থেকেই চলে
বেলা বাড়লেই আকাশ আবার
ছেয়ে যায় সোনা রোদে
কনে কনে শীতে কাঁপাকাপি
চলে সারাটা দিন জুড়ে
চাঁদর যেন শেষ ভরসা
এই অলক্ষণে শীতে
শীতের আবহে ঘরে ঘরে
চলে নতুন গুরের পিঠা
ক্ষেজুর রসে মন জুড়ানো
স্বাদে গন্ধে নেই তুলনা
বেলা বাড়লেই কাজের চাপ
এটাই শীতের রীতি
উৎসব প্রিয় বাঙালী তাই
শীতেও মেতে ওঠে
নানার ধতুর মাঝে
সবাই সেরা সবার থেকে
Friday, October 25, 2019
ব্যাস্ততা
10/18/2019
9:35 PM
ব্যাস্ততা
শুভ জিত দত্ত
সময় গুলো কোথায় যেন
হারিয়ে গেল শেষে
কাজই আজ সব হয়েছে
তাতেই ডুবে থাকা
দিন গুলো তাই যাচ্ছে ভাল
মহা কাজের মাঝে
একটু বিরাম নেব ভাবি
তাতেই বাঁধে জ্বালা
এত শত কাজের মাঝে
সময় দেব কাকে
উঠতে বসতে কাজের চাপে
আমি হয়েছি কাবু
একটা সময় সবার থেকে
আমি ছিলাম কুড়ে
হঠ্যাৎ করে কাজের মাজে
আমি গেলাম ফেসে
Saturday, October 5, 2019
বিদায় বেলায়
.,.,.শুভ জিত দত্ত.,.,
মা আসেন বছর ঘুরে
শুভ আশীষ নিয়ে,
প্রীতাক্ষা তাই শেষ হয়
মায়ের আগমনে।
চির চেনা উৎসবে
বাঙালী মেতে ওঠে,
আজ না হয় ছুটি দিলাম
জমানো সব কাজ।
আলোক ছটায় সেজে ওঠে
নানা থিমের মাঝে।
আষ্টমীর অঞ্জলী আর
নবমীর ভূরি ভোজ,
সব যেন আজ বাঁধনহারা।
রাত জেগে পূজো দেখা
পুরোনো এক নেশা
সময় পেলে পুজো নিয়ে
আড্ডায় মেতে ওঠা।
দশমী যেন মন খারাপ
মায়ের বিদায় বেলা।
আসছে বছর আবার এসো
মাগো তোমার অপেক্ষায়।
.,.,.শুভ জিত দত্ত.,.,
মা আসেন বছর ঘুরে
শুভ আশীষ নিয়ে,
প্রীতাক্ষা তাই শেষ হয়
মায়ের আগমনে।
চির চেনা উৎসবে
বাঙালী মেতে ওঠে,
আজ না হয় ছুটি দিলাম
জমানো সব কাজ।
আলোক ছটায় সেজে ওঠে
নানা থিমের মাঝে।
আষ্টমীর অঞ্জলী আর
নবমীর ভূরি ভোজ,
সব যেন আজ বাঁধনহারা।
রাত জেগে পূজো দেখা
পুরোনো এক নেশা
সময় পেলে পুজো নিয়ে
আড্ডায় মেতে ওঠা।
দশমী যেন মন খারাপ
মায়ের বিদায় বেলা।
আসছে বছর আবার এসো
মাগো তোমার অপেক্ষায়।
Tuesday, September 17, 2019
অভাব
9/11/2019
1:24 PM
অভাব
।।শুভ জিত দত্ত।।
সব আছে তাও নেই
চায় বেশি বেশি,
কিসের অভাব ওদের
পাওয়ার শেষ নেই।
যত চাই তত পাই
তবু যেন কিছু নেই,
চাইলেই সব পাই
তাও আরো চাই।
উঠতে বসতে চাইতে থাকে
বললেই সব পাই,
লোকে কিবা বলে তাতে
যায় না কিছু তাতে।
স্বভাব এটাই ওদের
শুধু চাওয়া পাওয়া,
দিন যায় রাত যায়
চাওয়া যায় বেড়ে।
বললে কিছু মুখের উপর
ওরা যায় চটে,
লোকে ওদের মান্যি করে
ওরাই এখন সেরা।
Friday, September 6, 2019
তোমার মাঝে
\\শুভজিত_দত্ত//
তোমার নিয়ে লিখে আর
যায় কি শেষ করা
তোমার হাসির মাঝে
আমি যায় যে হারিয়ে
নতুন করে তোমার নিয়ে
ভাবতে শুরু করা
রুপে তোমার মন ভোলানো
যায় যে হারিয়ে
কি জানি মায়ার জালে
জড়িয়ে তুমি ফেল
তোমার চোখের এক ইশারায়
পাগল সবার করো
অজানা এক বন্ধনে সবার
মনটা জয় করো
তোমার নিয়ে লিখতে গেলে
শেষ হবে না জানি
তবু ছোট একটি প্রয়াস
তোমার নিয়ে লেখা
আপন করে নিতে পারো
তোমার কথার জালে
\\শুভজিত_দত্ত//
তোমার নিয়ে লিখে আর
যায় কি শেষ করা
তোমার হাসির মাঝে
আমি যায় যে হারিয়ে
নতুন করে তোমার নিয়ে
ভাবতে শুরু করা
রুপে তোমার মন ভোলানো
যায় যে হারিয়ে
কি জানি মায়ার জালে
জড়িয়ে তুমি ফেল
তোমার চোখের এক ইশারায়
পাগল সবার করো
অজানা এক বন্ধনে সবার
মনটা জয় করো
তোমার নিয়ে লিখতে গেলে
শেষ হবে না জানি
তবু ছোট একটি প্রয়াস
তোমার নিয়ে লেখা
আপন করে নিতে পারো
তোমার কথার জালে
Wednesday, August 28, 2019
আলোর ভেলায়
।।শুভ জিত দত্ত।।
আকাশের এই রঙিন ছটা
মেঘে মেঘে লুকোচুরি
নীল আকাশের আবহে
চলে নানা রঙের খেলা
দূর আকাশে ডানা মেলে
পাখিদের মেলা বসে
আকাশ আজ নতুন সাজে
সেজে ওঠে নতুন ছন্দে
শরৎ আকাশ নতুন রঙের
আলপনা এঁকে চলে
মেঘ গুলো আকাশে তাই
রুপের ছটা ছড়ায়
নিমিষেই জড়িয়ে ফেলে
আপন রুপের মায়াজালে
কখন যেন আকাশ তার
রঙে আবহে ঢেকে ফেলে
মুগ্ধ করে আপন আলোর
নানা রঙের ভেলায়
মেঘ গুল ভেসে ভেসে
ছেয়ে যায় আপন ছন্দে
।।শুভ জিত দত্ত।।
আকাশের এই রঙিন ছটা
মেঘে মেঘে লুকোচুরি
নীল আকাশের আবহে
চলে নানা রঙের খেলা
দূর আকাশে ডানা মেলে
পাখিদের মেলা বসে
আকাশ আজ নতুন সাজে
সেজে ওঠে নতুন ছন্দে
শরৎ আকাশ নতুন রঙের
আলপনা এঁকে চলে
মেঘ গুলো আকাশে তাই
রুপের ছটা ছড়ায়
নিমিষেই জড়িয়ে ফেলে
আপন রুপের মায়াজালে
কখন যেন আকাশ তার
রঙে আবহে ঢেকে ফেলে
মুগ্ধ করে আপন আলোর
নানা রঙের ভেলায়
মেঘ গুল ভেসে ভেসে
ছেয়ে যায় আপন ছন্দে
Saturday, August 24, 2019
আবার এসো
8/22/2019
11:07 AM
আবার এসো
। ।শুভ জিত দত্ত।।
কেন এত অভিমান
করো আমার উপর
কি বা দোষে আমার
তুমি বুঝলে এতো ভুল
কিষের দোষে দোষী
আমি বললেনা একবারও
মনে মনে কেন এতো
অভিমান চেপে রাখতে
শাস্তি তুমি দিতেই পারো
তবু কেন চলে যাও
পাশে থেকে একটি বারও
বললেনা তুমি কখনো
সব দোষ মাথায় নিয়ে
শাস্তি পেতেও রাজি
তবু ফিরে এসে
শুধরে দিও মোরে
আমি না হয় নতুন করে
তোমার মথ হবো
তবুও কেন দূরে থেকে
আমায় কষ্ট দাও
Subscribe to:
Posts (Atom)