8/6/2019
10:31 AM
রতন কামার
//শুভ জিত দত্ত\\
হর দম চলছে কাজ,
তার মাঝে খাওয়া দাওয়া।
সামনে ঈদ তাই,
চাপ খুব বাড়ে।
কখন একটু দম নিয়ে
আবার চলে বারি,
ডাসা ছুড়ি ধার দিয়ে
যা একটু হয়।
সংসার টা ভালই চলে,
এই টুকু ইনকামে।
লোক মোরা দুজন,
কি আর এত চিন্তা।
পেটটা চলে গেলে,
মোরা থাকি সুখে।
ঈদ এলেই বাড়তি,
টাকা আসে সংসারে।
রাত দিন এক করে,
কাজ করেই চলি।
মোরা বড় সুখে আছি,
কিসের এত চিন্তা।