ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, July 30, 2019

কষ্টের মাঝে


।।শুভ জিত দত্ত।।


শত দুঃখ যন্ত্রার মাঝে
পাশে ছিলে তুমি
কখনো বুঝতে দাও নি
কষ্ট কি জিনিস
নানা কথার মাঝে
ভুলিয়ে রাখতে সব
তবুও একটি বারোও
ছেরে যাওনি তুমি
তোমার অনুপ্রেরণার মাঝে
পেয়েছি নতুন আশা
নতুন দিশা দেখিয়েছো
পেয়েছি নতুন পথ
কখনো যেন হতাশার মাঝে
ডুবতে দাওনি তুমি
মাঝি হয়ে ধরেছিলে
আমার নৌকার হাল
তোমার মাঝে শুরু
আমার নতুন চলা
দুঃখ সব দূরে ঠেলে
সুখের মাঝে চলা

অপেক্ষা



6/16/2019
10:09 AM

অপেক্ষা
।।শুভ জিত দত্ত।।
শরৎ মানে তোমার,
অপেক্ষার একটি বছর শেষ।
আবার মেতে ওঠা,
উৎসব আর প্রাণের উচ্ছাসে।
শুনবো না আর এই কটাদিন,
কারো শাষন বারন।
আমি না হয় মুক্ত হয়ে,
তোমায় সাথে নিয়ে যাব
যেথায় মন যেতে চাই।
তুমি একটু থেকো পাশে,
আমি না হয় আমার মথ
ঘুরব তোমায় নিয়ে।
পূজো দেখা শেষে যখন,
একটু ক্লান্ত হবে দুজন মিলে
খাওয়া দাওয়া করবো,
যা খুশি তাই।
কখন যেন চলেই গেল
পুজোর পাঁচ টা দিন,
তোমার সাথে কাটানো পূজো
কি আর ভুলা যায়।


Friday, March 29, 2019

'অজানাপথ'

।।শুভ জিত দত্ত।।
নানা পথ আজ
মিশেছে এক হয়ে
দেখিয়েছে নতুন দিশা
ফেলে এক অদম্য সভ্যতা
নতুন নতুন পথের
মাঝে খুঁজে চলা
এক সীমাহীন অধুনিকতা
যার ছোয়া কেবল
দিয়ে গেছে একাকীত্বতা
বড্ড অসহায়ত্বের মাঝে
নিজেকে খুঁজে চলা
এক সীমাহীন
অমানিশার মাঝে
এই ভয়ানক মরণ
নেশায় ছুটে চলা দিনভর
এক দিন না হয়
আলোকময় সে পথ
যে পথ সুন্দরের গল্প লেখা
নারী শক্তি

শুভ জিত দত্ত

তুমি এক প্রেরণার নাম
ক্ষণে ক্ষণে সাহস জোগাও
নারী এক অনন্য বন্ধন
মায়া দিয়ে হয় সৃষ্টি
তোমার উৎসহে সুগম
হয় যত শক্তি কঠিন বাধা
তুমিই স্নেহ ডোরে
আগলে রাখ পরেনা আচর
তোমার মাঝে অনুপ্রেরনা
খোজে মহা বিশ্ব
নারীতেই হয় মুক্তি
নারীতেই হয় সৃষ্টি
যত সুন্দর করিয়াছ ধরনী
তোমার পরশ পেয়ে
তুমি আগলে রাখ তাই
মোরা নতুন আশা পাই
তুমি যাও এগিয়ে হে নারী
তোমার আপন মহিমায়
যাও এগিয়ে যত দুর্গম পথ
ফেলে দিয়ে যত কুসংকার
লাগুক অপবাদ
তবু এগিয়ে যেতই হবে
থেমো না কখনো
দিয় না পিছু পা
তুমি শক্ত তুমি কঠিন
তুমি নারী শক্তি
তুমই স্নেহ ডোরে
বেঁধে রাখ ধরনী
কঠিন ব্যামো
.,.,.,.শুভ জিত দত্ত.,.,.,.,

মন্ত্রী মশায় হনহনিয়ে
চলল শ্বশুর বাড়ি
শ্বশুর নাকি নতুন করে
বেশ ধরেছে ভারি
কি জানি কি উল্টো পালটা
বকছে দিন রাত্রি
শ্বাশুরি তাই চোখের
জলে গড়াগড়ি যায়
শালা বাবুর খোঁজ নেই
আছে ভিন রাজ্যে
জামাই তাই শেষ ভরষা
ডাক বদ্যি মশাই
দাওয়াইা শুনে দিশেহারা
শেপাই পেয়াদা হয়রান
মন্ত্রী মশাই ছুটলো শেষে
হাজির হলো দাওয়াই
সব চিন্তা দূর হলো
মন্ত্রী মশাই ফিরলো
শেষে রাজার দ্বরবারে
রাজা মশাই বহবা দিয়ে
করলো পুরোষ্কিত।।

Friday, March 1, 2019

মেঘের দল

.,.,.শুভ জিত দত্ত.,.,,
রৌদেলা আকাশে
নীলাভ মেঘের রংধনু
কিছুটা রং তুলি দিয়ে আঁকা
কখন কখন সাদা
মেঘ এসে তার
রুপের পরশ দিয়ে যায়
সারাটা বেলা তাদের
এই খেলাই মেতে থাকা
কখন যেন ধূসর
কালো মেঘ গুলো
ধেয়ে আসে
এই ভয় তারা করে
আসবে শেষে মেঘের
দল
স্নগ্ধ হাসি নিয়ে
মাতবে ওরা নানা খেলায়
করবে অনেক মজা

Tuesday, February 5, 2019

ঝগড়া

.,.,.,.,.শুভ জিত দত্ত.,.,.,.,.

কথায় কথায় ঝগড়া করে
মনটা বেজায় ভাল
ঝলে বলে কৌশলে
ঝগড়া করে শেষে
নানা গুণে পরিপূর্ণ
নেই তার তুলনা
দোষ তার ঝগড়া করা
কি বা করবে সে
ডেকে ডেকে কথা বলে
মন টা তার সাদা
হয়তো একটু ঝগড়া করে
তাই নিয়ে কত কথা
বিপদে তাই সবার আগে
হাজির হবে সে
সাধ্য মথ উপকার তার
রুটিন মাফিক কাজ
ঝগড়া করেই কাছে ডেকে
জড়িয়ে ধরে শেষে
একটু ঝগড়া করতে
তার যে ভাল লাগে

Friday, January 18, 2019

,,অবশেষে এলে,,
.,.,.,.,.,শুভ জিত দত্ত.,.,.,.,
পরন্ত রোঁদে ছাদে এসে
একটু উুঁকি দিয়ে
কোথায় যেন মিলিয়ে গেলে
চোখের আড়ালে
কোনসে আলোর পরশ
নিতে তুমি এসেছিলে
একটু দেখায় মায়া জাল
বিছিয়ে দিয়ে যাও
কখনও বা নৃত্যের তালে
তুমি মেতে থাক
কখনো বা পাখিদের সাথে
তাল মিলিয়ে তুমি কথা বলো
তুমি অন্ত প্রাণ গুলো
তোমায় প্রাণে চেয়ে থাকে
চাতক পাখির মথ
তুমি আসবে ওরা ডানা মেলবে
তোমার আপন ছন্দে
কি জাদু করলে ওদের
বানালে আপন সঙ্গী

Monday, January 7, 2019

শীতের আবাহ
শুভ জিত দত্ত
কুয়াশার চাদর মুড়ি দিয়ে
আসে শীতের ক্ষণ
হাড় কাপানো কুয়াশার মাঝে
রোদের উঁকি দেওয়া
সারা টি দিন চলে
কুয়াশা আর রোদের দুষ্টুমি
শীতের আবহে চলে
নানা পিঠা পুলির আয়োজন
হরেক রকম আয়োজনে
ক্ষেজুর রস সেরা সবার
মাঠে মাঠে শিশির জমে
ঘাষ আর লতা পাতায়
কুয়াশা শেষে কৃষকের দল
মাঠের প্রান্তে ছোটে
নানা রকম উৎসব লেগেই
থেকে পুড়োটা শীত জুড়ে
শীতের আবহে বৃদ্ধার দল
রোদের আশায় চেয়ে থাকে
ঠান্ডার তীব্রতা তাই
কখনো বাড়ে কমে
কম্বলই তাই শেষ ভরষা
এই মরণ শীতে

Tuesday, November 20, 2018

আপনি
....শুভ জিত দত্ত....
তুমি এলে প্রথম হয়ে
নতুন খুশি নিয়ে
স্বপ্ন গুলো নতুন হয়ে
ধরা দিল শেষে
সব থেকে সেরা
তোমায় নেই তুলনা
কি জানি কি জাদু
আছে তোমায় মাঝে
আজানা পরশ পেয়ে
মুগ্ধ হলাম শেষে
তোমায় নিয়ে চলব
যদি তুমি চাও
আপনি অথবা তুমি
কি আসে যায় তাতে
যদি ভাব প্রিয় মানুষ
সঙ্গ দিয়ে যেও

Monday, November 19, 2018

ভোটের হওয়া

........শুভজিত দত্ত....

ভোটের মাঠের হালচাল
নিয়ে জমে পেচাল
এদিক ওদিক সরগরম
কে পাবে নমিনেশন
নেতায় নেতায় মুখোমুখি
বাধে বুঝি হাতাহাতি
নাওয়া খাওয়া ভুলে
ভোট নিয়ে মাতে
খবরে কাগজে খুলে নিয়ে
টেবিলে কি আছে খবরে
মিছিলে মিছিলে রাজপথ
দক্ষলে কেউ নেই পিছিয়ে
ক্ষমতার লোভ টা
বড় হল এখানেই
কে পাবে গদিটা
তায় নিয়ে তর্কটা
শেষ হয় ভোটে
কে হাসে শেষে
অবশেষে রঙ্গ
থামে ওই ভোটে

Thursday, November 1, 2018

তমাল বাবু
...শুভ জিত দত্ত...

সাহা পাড়ার তমাল বাবু
ভাবছে বসে অনেক
কি জানি কি চিন্তা নিয়ে
সে যে মেতে আছে
লাগে না কোন কাজে
সে যে বড্ড কুড়ে
উঠতে বসতে কথা শুনতে
তার যে ভাল লাগে
এর ওর সাথে তার
বিবাদ যে তার
নিত্যদিনের সাথী
ব্যাতিক্রমি চিন্তা তার
মাথার ভেতর ঘোরে
গবেষনার মাঝে সে যে
বেজায় মেতে থাকে
কবে যে কি করে ফেলে
ভরসা নেই বাপু
এক কালে ছিল তার
বড্ড নাম ডাক
কুড়েমী তার সব খেয়েছে
রইল কি আর বাকি
পরিবর্তনের সাথী হয়ে
সে যে কুড়ে হল

Sunday, October 21, 2018

আনাগোনা
......শুভ জিত দত্ত

খেজুর গাছে ঝুলছে হারি
ভরছে রসে রসে
বাহারী পিঠার জমছে আসর
চলছে ঘরে ঘরে
চারিদিকে কুয়াশায়
পথ যায় হারিয়ে
যায় না তো দেখা
রাস্তার পথ গুলো
কুয়াশায় মুড়ি দেয়
ফসলের মাঠ ঘাট
শিশিরে শিশিরে
যায় যে হারিয়ে
শীতের আনাগোনা
হয় যে উঠানে
কাপছে দাদু কাপছে
দিদু চাদর মুড়ি দিয়ে
তাই নিয়ে রসিকতা
করে ওই নাতিনে
শীতের প্রোকপে
হাঁড় কাপে আহারে
বেজায় ঠান্ডায়
সূর্য্যির দেখা নেই