ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, March 31, 2022

ছড়া কবিতা

 পেটুক বাঙালী

-শুভ জিত দত্ত


নানান নামে নানান পদে

রান্নার আছে বাহার

স্বাদের থেকে নামেই আছে

চলছে শুধু আহার


কসা মাংস মোরগ পোলাও

ইচ্ছে করে খেতে

উৎসব এলেই খাবার তালে

সবাই থাকে মেতে


রান্না ঘরে মায়ের হাতের

গন্ধ আসে ভেসে 

চেটে পুটে সাবার করি

খাচ্ছি একটু ঠেসে


এমন খাবার খেতে হলে

আসবে বিদেশ ছেড়ে

একটু তে কম পড়লে তোমার

খেতে হবে কেড়ে








Tuesday, March 22, 2022

 রূপের ছটা 

-শুভ জিত দত্ত


তোমার রুপের বর্ননা করা

আমার পক্ষে কঠিন

শুধু কবিতা লিখতে পারি

তবু পৃষ্ঠা ফুরাবে না


চোখের ইশারায় মাতাল করে

মন যে কেড়ে নেয়

কোনো মতে চোখ পড়লে

নিজেকে হারিয়ে ফেলি


লাল শাড়িতে তুমি যেন

মায়াবী কোন পরী 

স্বর্গীয় অপ্সরা হার মানবে

তোমার রূপের ছটায়


আমি কিবা লিখতে পারি

এমন সুন্দরের উপমা

শুধু চেয়ে থাকতে পারি

আমি অবাক হয়ে।।



Monday, March 21, 2022

 প্রথম দেখা

-শুভ জিত দত্ত


যেদিন তোমার প্রথম দেখি

নির্ঘুম কাটে রাত

সেদিন থেকে কল্পনা তে

শুধু ছিলে তুমি


ধ্যানে জ্ঞানে সবটা জুড়ে

দখল করে ছিলে

তাতেই আমি বিভোর হয়ে

নিজেকে হারিয়ে ফেলি


হঠাৎ নিজের ভেতর পরিবর্তন

টের পেতে থাকি

কি জানি কি হলো আমার

এমন হচ্ছে কেন


সকাল সন্ধ্যা দিন রাত্রি

ভাবনা জুড়ে তুমি

ভালো লাগার মানুষ আজ

সামনে চলে এলো।।

Saturday, March 19, 2022

 শান্তির খোঁজে

-শুভ জিত দত্ত


সারা বিশ্বে আজ যুদ্ধের নামে

চলছে প্রাণহানি

রাজনীতিতে হিংসার নামে 

জীবন নিয়ে খেলা


লাশের মিছিলে সামিল হচ্ছে

লাখো মানুষের ঢল

ক্ষমতার লোভে বড়াই করে

কেড়ে নিচ্ছে প্রাণ


শান্তি নামে বস্তু যেন

হঠাৎ করে নিখোঁজ

অশান্তির আগুনে জ্বলে পুড়ে

ছাই হয়েছে সবই


আবার কবে বিশ্ব মাঝে

শান্তি আসবে ফিরে

সেই দিন গুণতে গুণতে

দিন যাচ্ছে চলে।।

Thursday, March 3, 2022

কবিতা

স্বপ্নের পথ

শুভ জিত দত্ত


অনেক দিন সেই পথ ধরে

আর হাঁটা হয় না

কত স্মৃতি জড়িয়ে আছে

কোন মতেই ভোলার নয়


তবু কেন আজ অচেনা লাগে

চির চেনা সেই পথটি

কিছু সময়ের ব্যবধানে

কত স্মৃতি হারিয়ে যায়



কিছু রাগ আর অভিমান

জমেছিল এই পথ কে ঘিরে

তবু এই এখানে আমার

হাজারো স্বপ্ন বোনা


ঠিক ভাবিনি কখনো পথ যে

আমাকে সঠিক রাস্তা খুঁজে দেবে

স্বপ্নের মত মনে হয়েছিলো

পথের জাদুকরী বাস্তব চিত্রটি