ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, February 24, 2021

 "খুশির ঈদ"

শুভ জিত দত্ত


প্রতীক্ষার পালা শেষে‌

আসে খুশির ঈদ

ঈদ তাই মহাখুশির

আনন্দে মেতে ওঠা


ধনী গরিব নাইরে ভাই

এক কাঁতারে দাঁড়ায়

নামাজ শেষে কোলাকুলি

বিভেদ ভুলে আজই


এদিক ওদিক ঘোরাঘুরি

খুশির সীমা নেই

হরেক রকম আয়োজনে

আনন্দে আত্মহারা


ঈদ মানেই মহা খুশির

মহা মিলন মেলা

উৎসবের এই আয়োজনে

আমরা সবাই সামিল।। 

 

হঠাৎ হারিয়ে যাওয়া

শুভ জিত দত্ত


এতোটা কাছ থেকেও হারালে

মনের গভীরে সেইতো ছিলাম

খুব কাছেই রেখেছিলে 

যত টা কাছে থাকলে কাউকে

হারানো হয় তো অসম্ভব


হয়তো কিছুটা ভুল বোঝাবুঝি

মাঝেও পরম তৃপ্তি ছিলো

তাই হয় তো বার বার ছুটে

আসতে হতো সেই সুদূর থেকে

তোমার টানের অনুভবে


তবু কেন এতো অভিমান গুলো

রেখেছিলে জমিয়ে বলোনি তো

কখন তোমার কষ্টের কথা গুলো

চেষ্টা করতাম কিছুটা হালকা 

করতে তোমায় সুযোগ পেলামনা।।


Friday, February 19, 2021

 "খুঁজে ফেরা"

শুভ জিত দত্ত


অচেনা আর অগোচরে 

থেকে গেলে আড়ালে

খুঁজে ফিরি মনে মনে

গহীন অন্তড়ালে


কবে তুমি দেখা দেবে

কতটা সময় বাকি

কিভাবে আসবে কাছে

বলবে কিছু তাকি


নাকি হতাশায় ভুগবো  

না পাওয়ার ক্ষোভে

শুধু তুমি ছাড়া পড়িনি 

কোন মিথ্যা লোভে


বলবে তুমি সত্যি করে

আসতে দেরি কতো  

অপেক্ষা গুলো দিনে দিনে

যাচ্ছে বেড়ে ততো।।




Sunday, February 14, 2021

 "মুক্তির সুবাস"

-শুভ জিত দত্ত



মুক্ত মনে উড়াল দিলো

রঙিন পাখা মেলে,

আকাশ জুড়ে স্বপ্ন নিয়ে

বেড়ায় তারা খেলে।


ওদের আছে রাঙিন পাখা

ইচ্ছে হলেই উড়ে ,

স্বাধীন দেশে মুক্ত প্রাণে

ডানা মেলে চড়ে ।


এবার হবে স্বপ্ন বোনা

আপন খেয়াল মাঝে,

উড়িয়ে দিয়ে ইচ্ছে গুলো

সবার খুশির সাঝে।


স্বাধীন মোদের জন্ম ভূমি

উল্লাসে ফেটে পড়া,

খুশির খবর বুকে নিয়ে

ইচ্ছে ভেলায় চড়া।।


Friday, February 5, 2021

 অগোছালো আমি

শুভ জিত দত্ত


আমি বোধহয় বড্ড আপনভোলা

হঠাৎ হঠাৎ নিজেকে হারিয়ে ফেলি

বেখেয়াল হয়ে থাকি সকাল সন্ধ্যা


আর অগোচরে সময়ে অসময়ে 

আমার ভাবনার মধ্য মনি তুমি

তাই এই উদাসীনতা ভর করেছে


সেদিনোও নিজের প্রতি নিজেই বড্ড

খুব যত্নবান ছিলাম গুছিয়ে রাখতাম 

নিজেকে অন্যদের থেকে কিছু বেশি


সেদিন না তুমি না আসলে এতটা

হয়তো আপন ভোলা হোতাম না

থাকতাম বড্ড গোছালো হয়ে।।




 মিনির বিয়ে

শুভ জিত দত্ত


লিমার ছিলো ছোট্ট মিনি

বিয়ে দেবে আজই,

লগ্ন আছে দিনের শেষে

জামাই আসবে কালই।


দেখতে শুনতে খুবই ভালো

অনেক কাজের মেয়ে,

ছেলে হলো ইঁদুর ধরে

চলে শিকার খেয়ে।


লিমার বিড়াল চালাক চতুর

আছে একটু রাগী ,

সেদিন মাছের পেটি খেয়ে

এখন আবার দাগী ।


ওদের সংসার চলছে ভালোই

মধ্যে মাঝে অমিল, 

মিনির জামাই আছে ভালো

করে শুধু গরমিল।