কল্পনার জগতে
শুভ জিত দত্ত
হঠাৎ আনমনে অজানা স্বপ্নে
কখনো কি খুঁজেছো
অবাক হয়ে নীল আকাশের
মেঘ গুলো চেয়ে দেখেছো
সবুজ ঘাসের অচেনা পথে
কখনো কি হেঁটেছো
কল্পনাতে কি কখনো রং
নিয়ে খেলা করেছো
ভালো লাগা গুলো একটু
পাখির সাথে বলেছো
সময়ে অসময়ে কখনো কি
নিজেকে হারিয়ে ফেলেছো
হারিয়ে যাওয়া সময় আমায়
একটুও সাথে নিয়েছো
নাকি অবহেলার ছলে আমাকে
বার বার হারিয়ে ফেলেছো।।