ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, August 19, 2016

সারা আকাশ জুড়ে কালো
মেঘের আনাগোণা
হঠ্যাৎ করে অঝোর ধাড়ায়
বৃষ্টির আগমন
দিকবিদিক ছোটাছুটি
চলে অনেক টা সময়
জনজীবন ক্ষানিক সময়
যায় থমকে
পথ ঘাট চারিদিক কাঁদাজলে
হল একাকার
দূর্ভোগে নেই যে শেষ
কর্ম ব্যাস্ত এই শহরে
কালো মেঘ গুলো সড়ে
যায় কোন এক সময়
মিষ্টি রৌদ উুঁকি মারে
মেঘের আড়াল থেকে
জ্বামাই ষষ্টি
....শুভ জিত দত্ত
সমাদরের কমতি নেই
নতুই জ্বামাই বলে
একের পর এক
চলতেই থাকে মুখ
বৌ শুধু চেয়েই থাকে
থালা গুলোর দিকে
শ্বাশুড়ির মা  নানা পদ
রেঁধেই চলে খালি
জ্বামাই ষষ্টি নতুন জমাই
গুলোর কপাল যায় খুলে
আম কাঁঠালের কমতি নেই
জ্বামাই এসেছে বলে
শেষ মেষ জ্বামাই বাবার
পেটের বেমো হয়
পাখা নিয়ে শ্বাশুরি মা
বাতাস দিতেই থাকে
গেল গেল জ্বামাই গেল
একটু কম করে খেলেও হত
দিদিমা
..........শুভ জিত দত্ত
দিদিমা আমার বড্ড রসিক
খালি করে রসিকতা
বয়স তার কম হল না
বোঝার উপায় নেই
নাতিপুতি ছাড়া দিদিমার
একবিন্দু ও চলে না
মজার মজার কথা বলে
মজিয়ে রাখে আসর খানি
সুযোই পেলেই দিদিমা আবার
দাদুর পেছন লাগে খালি
কে বলবে বয়স যে তার ষাটের
ঘরে বোঝার উপায় নেই
বৌমা গুলো বেজায় খুশি
রসিক শ্বশুনি পেয়ে
দিদিমার দিন গুলো
তাই যাচ্ছে হেসে খেলে
দুষ্টুমি করলে মায়ের মথ
কান মুলে দেয় খালি
এভাবেই যেন দিদামা
কে নিয়ে কেটে য়ায় সারা জীবন

অচেনা শহর
শুভ জিত দত্ত
গ্রাম থেকে এলো দাদু
সাঙ্গে দিদিমা
কলিকতার শহর তার
লাগে অচেনা
অলিগলিতে ভরা শহর
বড্ড সেকেলে
শহর মানুষ দেখে দিদিমার
করে বড় ভয়
টুপলা টুপলি গুলো বড়
আগলে রাখে তাই
শহর মানুষ গুলো
বড্ড ব্যাস্ত
ক্ষনিক টা সময় দেই
না তো কেউ
ঠিকানা খুঁজতে খুঁজতে
দাদু তাই হল হয়রান
দিদিমার নিয়ে তাই
দাদু দেয় পিছু টান
হল না দেখা আর
ছেলেটার সাথে
গম্ভীর মুখে তাই
বাড়ি ফেরা
সর্বনাশা ঝড়ে লন্ডভন্ড
হল সব
গুড়িয়ে গেল কাঁচা ঘর ছিল
ওই গ্রাম টিতে যত
ক্ষেতের ফসল যা ছিল
সব হল শে
বড্ড নিঃষ আজ ওরা
খোলা অকাশের নিচে
ক্ষুদ্রার্থ ওই মানুষ গুলো
আজ বড় অসহায়
গবাদী পশু যা ছিল
ভেসে গেল জোয়ারে
পাশে দাঁড়ানোর মথ
নেই যে কেউ আজ
ওরা আজ নিঃসম্বলের মথ
কাকুতি মিনতি করে
উঁচু তলার নজর তবু
পরে না ওদের দিকে
রথযাত্রা
..........শুভ জিত দত্ত
জগন্নাথের রথ যাত্রা
এলো বছর ঘুরে
জয় জগন্নাথ বলে সবাই
টানবে রথের দড়ি
শঙ্খ ধ্বনি উল্লু ধ্বনি
কম্পিত হবে চারিদিক
রথের চাকা চলবে
আর জয়ধ্বনি পরবে
তিনি যাবে মাসি বাড়ি
সথে বলরাম আর সুভদ্রা
রথের মেলায় ঘুরে ঘুরে
খাব মিঠাই পেঠ টা ভরে
কিনবো কত খেলনা
পাতি রথের মেলায় ঘুরে
কি মজা হবে হবে তখন
রথযাত্রা দর্শনে
চারিদিকে তাই কত তাই
আনন্দ আর উৎসবে মাতোযারা
স্কুল
..........শুভ জিত দত্ত
পুরনো স্কুল টা
হয়েছে আজ নতুন
সেদিনের আম গাছটাও
আজ হয়েছে অনেক বড়
সেই খেলার মাঠ
ক্রমে ক্রমে হয়ে গেছে ছোট
বে দখল হয়েছে
মাঠের কিছু টা জমি
ছোট বিল্ডিং গুলো হয়েছে
অনেক বড়ো
নতুন ছাত্ররা আজ
মাতিয়ে রাখে স্কুল
যেখানে এক সময়
কাটিয়েছি সারা বেলা
একটু বেদমায়িশি করলে
যেখানে জুটতো কানমোলা
সেই দিন গুলো কি ভাবে হারিয়ে
গেল চোখের নিমিষে