বাবু মশাই
শুভ জিত দত্ত
বাবু মশাই আসলো এবার
কলিকাতা থেকে
চারিদাকে চলছে তাই
বরন প্রস্তুতি
মহা ভোজনের আয়োজন তাই
চলছে জোরে সোরে
ষ্টেশনে ভির জমছে
বাবু এল বোধায়
দাদু এল বরন করতে
মালা হাতে নিয়ে
হাতির পিঠেই উঠে বাবু
চলল জমিদার বাড়ী
হা করে সব রইল তাকিয়ে
বাবু মশাই এর দিকে
ববু যে বড্ড শিক্ষিত
কথা বলতেই ভয় লাগে
সাজ সাজ রব বিরাজ করে
জমিদার বাড়ির চারিদিকে
বহু দিন পড়ে বাবু
এলো বাড়িতে
সবাই যে তাই মহা আনন্দে
করছে উৎসব
শুভ জিত দত্ত
বাবু মশাই আসলো এবার
কলিকাতা থেকে
চারিদাকে চলছে তাই
বরন প্রস্তুতি
মহা ভোজনের আয়োজন তাই
চলছে জোরে সোরে
ষ্টেশনে ভির জমছে
বাবু এল বোধায়
দাদু এল বরন করতে
মালা হাতে নিয়ে
হাতির পিঠেই উঠে বাবু
চলল জমিদার বাড়ী
হা করে সব রইল তাকিয়ে
বাবু মশাই এর দিকে
ববু যে বড্ড শিক্ষিত
কথা বলতেই ভয় লাগে
সাজ সাজ রব বিরাজ করে
জমিদার বাড়ির চারিদিকে
বহু দিন পড়ে বাবু
এলো বাড়িতে
সবাই যে তাই মহা আনন্দে
করছে উৎসব
No comments:
Post a Comment