ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, May 1, 2016

বৈশাখ মানেই হঠাৎ করে
কালো মেঘ ঘনিয়ে ঝড়ের আগমন
দিক বিদিক ছোটাছুটি
প্রচন্ড ঝড়ে দৌড়ে বাড়ি ফেরা
বৈশাখ মানে তপ্ত গরমে
কৃষকের শান্তি একটু পান্তা ভাতে
হাপুস হুপুস করে মুখে দিয়ে
প্রচন্ড গরমে কর্মব্যাস্ত হওয়া
দর দর করে ঘাম ঝড়তে
থাকে অবিরত তার মাঝে
এক ফোঁটা বৃষ্টির আহবান
অপেক্ষার পালা শেষ করে
এক সময় দেখা মেলে বৃষ্টির
মঝে মাঝে মনে পড়ে
ঝড়ের দিনে আম কুড়ানোর
সেই দুরন্ত পানার স্মৃতি
আর ঠাকুমার আম মাখা
আজো মুখে লেগে আছে

No comments:

Post a Comment