ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, May 1, 2016

ফেলু রাম
শুভ জিত দত্ত
ফেল করেছি অনেক বার
হাল ছাড়িনি একবারও
লোকে যে যাই বলুক আমাই
আমি ভাই শুনবো না
ফেল করেছি বেশ করেছি
তোমার তাতে কি
কান পাতি না কোন কথায়
ও সব সয়ে গেছে
পড়াশুনার পোকা কেন
মাথায় ঢোকে না
শত চেষ্টা করেও কেন
পাশ করতে পারি না
শেষে কিনা ফেলু রাম
উপাধি টা জুটলো কপালে

No comments:

Post a Comment