ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, May 1, 2016

ছোট্ট বেলা
শুভ জিত দত্ত

ছোটাছুটি লাফালাফি চলতো সারাক্ষণ
দুষ্টুমি তে ভরা ছিল মজার ছোট্ট বেলা
হুরোহুরি দাপাদাপি নেই যে একটু বিরাম
সকাল থেকেই শুরু সন্ধ্যা হলেই শেষ
নালিশের পর নালিশ পরতে থাকতো সারাদিন
বাড়ি ফিরেই মার বকুনি নিত্যদিনের সঙ্গী
হৈহৈ করে চলত আমার ছোট্ট বেলা
আম চুরি লিচু চুরি আরো কত চুরি
আমি ছিলাম বড্ড চালাক পারতো
 না কেউ ধরতে
হঠাৎ করেই হলাম বড়
কেমন করে হারিয়ে গেল দুষ্টুমিতে
ভরা সেই মজার ছোট্ট বেলা
আবার কি পাবো ফিরে মায়ের বকুনি
আর শাষনে ভরা সেই ছোট্ট বেলা
মাঝে মাঝে বড়ই ইচ্ছা হয়
ফিরে যেতে সেই ছোট্ট বেলায়

No comments:

Post a Comment