ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, April 11, 2016

পেটুক দাদু
 ,.,.শুভ জিত দত্ত.,.
 দাদু আমার বড্ড পেটুক
 সারাদিন খাই খাই
 রাত নেই দিন নেই
 চলছে যে তার মুখ
 রন্ধন শালায় কুমার বাবুর
 নেই যে একটু বিরাম
 থালা ভরে ভাত না দিলে
 দাদু চটে যেতেন
 এক পদে যে মন ভরে না
 চাই যে পাঁচ পদ
 সারা টা সময় ব্যাস্ত মা
 দাদুর খেতে দিতে
 পাশে বসে ঠাকুমা দাদুর
 বাতাস দিয়েই যেতেন
 মস্ত বড় ভুরি যে তার
 গিলেই চলে খালী
 খিদে যে লেগেই থাকে
 সারাদিন ভর
 পেটুক দাদুর স্বভাব খানী
 হল না বদোল

No comments:

Post a Comment