ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, April 11, 2016

তনুদি কে নিয়ে ছোট্ট একটি লেখা
 .,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,
 এই ভাবে আর কত তনু
 হারিয়ে যাবে আমাদের মাঝ থেকে
 আর কত প্রতিবাদ করলে
 ওদের বিচার হবে
 কত টা নির্দয় কতটা পাষন্ড
 হলে মানুষ এত নিচে নামে পারে
 অকালে শেষ হয়ে যাবে
 আর কত নিষ্পাপ প্রাণ
 নিরবে নিভৃতে আর কত
 চোখের জল ফেলবে ওদের বাবা মা
 এখন কেন নিশ্চুপ হয়ে
 আছে গোটা সমাজ ব্যাবস্থা
 বিচার হীনতায় ভুগবে
 কেন ওরা আজ
 কি এমন দোষ করেছিল
 ও তোমাদের কাছে
 চায় না এভাবে হারিয়ে যাক
 তনুদির মথ জলন্ত প্রতিভা
 হোক প্রতিবাদ তবে আজ
 আর নয় এমন বর্বর হত্যা
 .......শুভ জিত দত্ত

No comments:

Post a Comment