রং ধনুর সাত রং মিশে গেছে নীল
আকাশ টার ওই প্রান্তরে
যেখানে ডালা মেলে উড়ে বেড়ায়
মুক্তমনা কিছু পাখিদের দল
নেই যে বাধা সেখানে কোন
শুধুই আছে অবাধ স্বাধীনতা
যেখানে প্রকৃতি তার অনন্য
রুপ মেলে ধরে তার সমহিমায়
সন্ধ্যার জোনাকী গুলো
টিপ টিপ আলো দিয়ে যায়
সেখানে প্রকৃতি তার অনন্য
মহিমায় বিচরন করে সারাক্ষন
যেখানে বর্নিল আলোক ছটা
রং রং ভরিয়ে দিয়ে যায়
No comments:
Post a Comment