ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, April 11, 2016


রং ধনুর সাত রং মিশে গেছে নীল
 আকাশ টার ওই প্রান্তরে
 যেখানে ডালা মেলে উড়ে বেড়ায়
 মুক্তমনা কিছু পাখিদের দল
 নেই যে বাধা সেখানে কোন
 শুধুই আছে অবাধ স্বাধীনতা
যেখানে প্রকৃতি তার অনন্য
 রুপ মেলে ধরে তার সমহিমায়
 সন্ধ্যার জোনাকী গুলো
 টিপ টিপ আলো দিয়ে যায়
 সেখানে প্রকৃতি তার অনন্য
 মহিমায় বিচরন করে সারাক্ষন
 যেখানে বর্নিল আলোক ছটা
 রং রং ভরিয়ে দিয়ে যায়

No comments:

Post a Comment