অজানা দেশে
.................
শুভ জিত দত্ত
.................
পাখ পাখালীর ডানায় উড়ে
যাব আমি দূর আকাশে
দেখব কত রং বেরঙের
পাখ পাখালীর আসর বসেছে
করব কতো খেলা আমি
বলব কতো কথা
শুনবো যত কথা ওদের
আজকে হেসে হেসে
ওদের যত দুঃখ গুলো
দিলাম ছুটি দিয়ে
খেলার ছলে ভুলিয়ে দেব
জমানো সব কষ্ট গুলো
নতুন গানে নাচুক ওরা
আপন সুরের তালে
যেথায় সেথায় উড়বে আজ
নেই তো কোনো বাধা
স্বাধীনতার স্বাদ যে এবার
নতুন করে পেলো
মুক্তির আনন্দে ভেসে ভেসে
গাইছে কত গান