ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, October 25, 2019

ব্যাস্ততা



10/18/2019
9:35 PM

ব্যাস্ততা
শুভ জিত দত্ত
সময় গুলো কোথায় যেন
হারিয়ে গেল শেষে
কাজই আজ সব হয়েছে
তাতেই ডুবে থাকা
দিন গুলো তাই যাচ্ছে ভাল
মহা কাজের মাঝে
একটু বিরাম নেব ভাবি
তাতেই বাঁধে জ্বালা
এত শত কাজের মাঝে
সময় দেব কাকে
উঠতে বসতে কাজের চাপে
আমি হয়েছি কাবু
একটা সময় সবার থেকে
আমি ছিলাম কুড়ে
হঠ্যাৎ করে কাজের মাজে
আমি গেলাম ফেসে



Saturday, October 5, 2019

বিদায় বেলায়
.,.,.শুভ জিত দত্ত.,.,
মা আসেন বছর ঘুরে
শুভ আশীষ নিয়ে,
প্রীতাক্ষা তাই শেষ হয়
মায়ের আগমনে।
চির চেনা উৎসবে
বাঙালী মেতে ওঠে,
আজ না হয় ছুটি দিলাম
জমানো সব কাজ।
আলোক ছটায় সেজে ওঠে
নানা থিমের মাঝে।
আষ্টমীর অঞ্জলী আর
নবমীর ভূরি ভোজ,
সব যেন আজ বাঁধনহারা।
রাত জেগে পূজো দেখা
পুরোনো এক নেশা
সময় পেলে পুজো নিয়ে
আড্ডায় মেতে ওঠা।
দশমী যেন মন খারাপ
মায়ের বিদায় বেলা।
আসছে বছর আবার এসো
মাগো তোমার অপেক্ষায়।

Tuesday, September 17, 2019

অভাব



9/11/2019
1:24 PM

অভাব
।।শুভ জিত দত্ত।।
সব আছে তাও নেই
চায় বেশি বেশি,
কিসের অভাব ওদের
পাওয়ার শেষ নেই।
যত চাই তত পাই
তবু যেন কিছু নেই,
চাইলেই সব পাই
তাও আরো চাই।
উঠতে বসতে চাইতে থাকে
বললেই সব পাই,
লোকে কিবা বলে তাতে
যায় না কিছু তাতে।
স্বভাব এটাই ওদের
শুধু চাওয়া পাওয়া,
দিন যায় রাত যায়
চাওয়া যায় বেড়ে।
বললে কিছু মুখের উপর
ওরা যায় চটে,
লোকে ওদের মান্যি করে
ওরাই এখন সেরা।



Friday, September 6, 2019

তোমার মাঝে
\\শুভজিত_দত্ত//

তোমার নিয়ে লিখে আর
যায় কি শেষ করা
তোমার হাসির মাঝে
আমি যায় যে হারিয়ে
নতুন করে তোমার নিয়ে
ভাবতে শুরু করা
রুপে তোমার মন ভোলানো
যায় যে হারিয়ে
কি জানি মায়ার জালে
জড়িয়ে তুমি ফেল
তোমার চোখের এক ইশারায়
পাগল সবার করো
অজানা এক বন্ধনে সবার
মনটা জয় করো
তোমার নিয়ে লিখতে গেলে
শেষ হবে না জানি
তবু ছোট একটি প্রয়াস
তোমার নিয়ে লেখা
আপন করে নিতে পারো
তোমার কথার জালে

Wednesday, August 28, 2019

আলোর ভেলায়
।।শুভ জিত দত্ত।।

আকাশের এই রঙিন ছটা
মেঘে মেঘে লুকোচুরি
নীল আকাশের আবহে
চলে নানা রঙের খেলা
দূর আকাশে ডানা মেলে
পাখিদের মেলা বসে
আকাশ আজ নতুন সাজে
সেজে ওঠে নতুন ছন্দে
শরৎ আকাশ নতুন রঙের
আলপনা এঁকে চলে
মেঘ গুলো আকাশে তাই
রুপের ছটা ছড়ায়
নিমিষেই জড়িয়ে ফেলে
আপন রুপের মায়াজালে
কখন যেন আকাশ তার
রঙে আবহে ঢেকে ফেলে
মুগ্ধ করে আপন আলোর
নানা রঙের ভেলায়
মেঘ গুল ভেসে ভেসে
ছেয়ে যায় আপন ছন্দে

Saturday, August 24, 2019

আবার এসো



8/22/2019
11:07 AM

আবার এসো
। ।শুভ জিত দত্ত।।
কেন এত অভিমান
করো আমার উপর
কি বা দোষে আমার
তুমি বুঝলে এতো ভুল
কিষের দোষে দোষী
আমি বললেনা একবারও
মনে মনে কেন এতো
অভিমান চেপে রাখতে
শাস্তি তুমি দিতেই পারো
তবু কেন চলে যাও
পাশে থেকে একটি বারও
বললেনা তুমি কখনো
সব দোষ মাথায় নিয়ে
শাস্তি পেতেও রাজি
তবু ফিরে এসে
শুধরে দিও মোরে
আমি না হয় নতুন করে
তোমার মথ হবো
তবুও কেন দূরে থেকে
আমায় কষ্ট দাও

নতুন আলোয়



8/18/2019
10:09 AM

নতুন আলোয়
।।শুভ জিত দত্ত।।

তুমি এসো দ্বিধা ভুলে
ফেলে এসে যতো পিছুটান,
থাকুক  যত অন্ধ ইতিহাস।
প্রাণের মাঝে নতুন উচ্ছাসে,
মিশে যেও নতুন বন্ধনে।
আকড়ে ধরে দ্বিধা দন্ধে,
ভুলে থেক নতুন স্পর্শে।
আমি না হয় তোমার তরে
হারিয়ে যাব যখন মন চায়,
তুমি না হয় তোমার মথ
গড়ে নিও যেমন ইচ্ছা তাই।
যত কষ্ট আকড়ে ছিলে
এক নিমিষে ভুলিয়ে দেব,
আপন মায়ার শুদ্ধ জালে।
যদি সুযোগ দাও তোমায় নিয়ে,
নতুন আলোয় ভাঙবো অন্ধকার।
আকাশ মাঝে তোমায় নিয়ে
মেলবো সুখের ডানা,
দুজন মিলে নতুন করে
বাঁধবো সুখের নীড়।






নতুনের খোঁজে



8/16/2019
10:59 PM

নতুনের খোঁজে
।।শুভ জিত দত্ত।।
তুমি কি এখনো আমাকে
নিয়ে স্বপ্নের মাঝে হারিয়ে যাও
প্রতি নিঃশ্বাসের মাঝে
কি আমাকে খুঁজে পাও
নকি কথা বলা না বলার
মাঝে আমি হারিয়ে গেছি
নতুন করে আমাকে নিয়ে
ভাবতে ভুলে গেছো
তুমি না হয় স্বপ্নের মাঝে
উুঁকি দিয়ে আবার চলে যেও
কখন যদি আমার উপর
মেজাজ হারিয়ে ফেল
যা ইচ্ছা বলতো পারো
তোমার যা ভাল লাগে
কষ্ট নিয়ে কখনো তুমি
যেও না একটু দূরে
শুধু একটু কথা রেখ
দূরে গিয়ে কখন যেন
আমকে যেও না ভুলে।



তোমায় তরে



8/9/2019
10:04 PM

তোমায় তরে
।।শুভ জিত দত্ত।।
কখন জানি তোমার আমি
নতুন করে পেলাম,
স্বপ্ন গুলো সত্যি হয়ে
তোমায় ফিরে পেলাম।
তোমার তরে হারিয়ে যাব,
যদি সুযোগ দাও।
তুমি এলে প্রথম হয়ে,
নতুন দিনের খোঁজে ।
দিন গুলো তাই যাচ্ছে ভাল
তোমায় কাছে পেয়ে,
দিন বদলের সাথী হয়ে
রইলে তুমি পাশে।
তোমায় নিয়ে হারিয়ে যাব
অচিন পুরীর দেশে,
দুজন মিলে দূর আকাশে
মেলব খুশির ডানা।
তুমি শুধু আমার হয়ে
থেক জীবন ভর ,
তোমায় নিয়ে পারি দেব
আসুক যত বাঁধা।






Monday, August 12, 2019

রতন কামার



8/6/2019
10:31 AM

রতন কামার

//শুভ জিত দত্ত\\


হর দম চলছে কাজ,
তার মাঝে খাওয়া দাওয়া।
সামনে ঈদ তাই,
চাপ  খুব বাড়ে।
কখন একটু দম নিয়ে
আবার চলে বারি,
ডাসা ছুড়ি ধার দিয়ে
যা একটু হয়।
সংসার টা ভালই চলে,
এই টুকু ইনকামে।
লোক মোরা দুজন,
কি আর এত চিন্তা।
পেটটা চলে গেলে,
মোরা থাকি সুখে।
ঈদ এলেই বাড়তি,
টাকা আসে সংসারে।
রাত দিন এক করে,
কাজ করেই চলি।
মোরা বড় সুখে আছি,
কিসের এত চিন্তা।




তোমায় তরে



8/9/2019
10:04 PM

তোমায় তরে
।।শুভ জিত দত্ত।।
কখন জানি তোমার আমি
নতুন করে পেলাম,
স্বপ্ন গুলো সত্যি হয়ে
তোমায় ফিরে পেলাম।
তোমার তরে হারিয়ে যাব,
যদি সুযোগ দাও।
তুমি এলে প্রথম হয়ে,
নতুন দিনের খোঁজে ।
দিন গুলো তাই যাচ্ছে ভাল
তোমায় কাছে পেয়ে,
দিন বদলের সাথী হয়ে
রইলে তুমি পাশে।
তোমায় নিয়ে হারিয়ে যাব
অচিন পুরীর দেশে,
দুজন মিলে দূর আকাশে
মেলব খুশির ডানা।
তুমি শুধু আমার হয়ে
থেক জীবন ভর ,
তোমায় নিয়ে পারি দেব
আসুক যত বাঁধা।





Tuesday, July 30, 2019

কষ্টের মাঝে


।।শুভ জিত দত্ত।।


শত দুঃখ যন্ত্রার মাঝে
পাশে ছিলে তুমি
কখনো বুঝতে দাও নি
কষ্ট কি জিনিস
নানা কথার মাঝে
ভুলিয়ে রাখতে সব
তবুও একটি বারোও
ছেরে যাওনি তুমি
তোমার অনুপ্রেরণার মাঝে
পেয়েছি নতুন আশা
নতুন দিশা দেখিয়েছো
পেয়েছি নতুন পথ
কখনো যেন হতাশার মাঝে
ডুবতে দাওনি তুমি
মাঝি হয়ে ধরেছিলে
আমার নৌকার হাল
তোমার মাঝে শুরু
আমার নতুন চলা
দুঃখ সব দূরে ঠেলে
সুখের মাঝে চলা

অপেক্ষা



6/16/2019
10:09 AM

অপেক্ষা
।।শুভ জিত দত্ত।।
শরৎ মানে তোমার,
অপেক্ষার একটি বছর শেষ।
আবার মেতে ওঠা,
উৎসব আর প্রাণের উচ্ছাসে।
শুনবো না আর এই কটাদিন,
কারো শাষন বারন।
আমি না হয় মুক্ত হয়ে,
তোমায় সাথে নিয়ে যাব
যেথায় মন যেতে চাই।
তুমি একটু থেকো পাশে,
আমি না হয় আমার মথ
ঘুরব তোমায় নিয়ে।
পূজো দেখা শেষে যখন,
একটু ক্লান্ত হবে দুজন মিলে
খাওয়া দাওয়া করবো,
যা খুশি তাই।
কখন যেন চলেই গেল
পুজোর পাঁচ টা দিন,
তোমার সাথে কাটানো পূজো
কি আর ভুলা যায়।