Sunday, April 30, 2023
Tuesday, April 25, 2023
হঠাৎ ঝড়ে
-শুভ জিত দত্ত
আবার আমাকে নিয়ে কি
গান লেখা যায়
হয়তো সম্পর্ক ছিন্ন হয়েছে
এখনো জায়গাটি আছে
আমার মনের মনিকোঠায়
নাকি সম্পর্কের ভাঙনের সাথে
আমিও হারিয়ে গেছি
আমি কিন্তু এখনো ভুলিনি
নাড়া দেয় সেই স্মৃতি
যেদিন তুমি ছিলে আমার হয়ে
আমার কল্পনায় আঁকিবুঁকি দেয়
সেই কথা বলার মূহুর্ত
লাইনের পথ ধরে হেঁটে যাওয়া
মাঝে মধ্যে কথা কাটাকাটি
তবু হাত ধরে ছিলে
দিন শেষে শত কষ্টের কথা বলে
নিজেকে হালকা করা
তার মাঝে তোমার সঙ্গ পাওয়া
এই নিয়ে চলছিল বেশ ভালো
কেন এলো দমকা হাওয়া?
Thursday, April 20, 2023
সমাজ পতি
-শুভ জিত দত্ত
সত্য মিথ্যা ঘুরিয়ে বলে
লাভ কি ভাই তাতে
সমাজ চলে এর উপরে
এরাই সমাজ পতি
ঘুমিয়ে গেছে জাতির বিবেক
অন্ধ হয়ে হাটে
আবার কবে খুলবে চোখ
অবাক হয়ে থাকি
ঘুষের টাকায় পেট ফুলেছে
তাতেই বাড়ি গাড়ি
বলবে কি আর দেখে শুনে
এটাই রীতি নীতি
গরীব মানুষ লাথি খায়
আবার খায় কিলও
এসব তাদের সয়ে গেছে
গায়ে লাগে না কিছুই।।
Thursday, April 6, 2023
আমাদের মানুষ-কবিতা
আমাদের মানুষ
কবিতা - ছবির মানুষ
ছবির মানুষ