ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, April 25, 2023

 হঠাৎ ঝড়ে

-শুভ জিত দত্ত


আবার আমাকে নিয়ে কি 

গান লেখা যায়

হয়তো সম্পর্ক ছিন্ন হয়েছে

এখনো জায়গাটি আছে

আমার মনের মনিকোঠায় 


নাকি সম্পর্কের ভাঙনের সাথে

আমিও হারিয়ে গেছি

আমি কিন্তু এখনো ভুলিনি

নাড়া দেয় সেই স্মৃতি

যেদিন তুমি ছিলে আমার হয়ে 


আমার কল্পনায় আঁকিবুঁকি দেয়

সেই কথা বলার মূহুর্ত

লাইনের পথ ধরে হেঁটে যাওয়া

মাঝে মধ্যে কথা কাটাকাটি

তবু হাত ধরে ছিলে


দিন শেষে শত কষ্টের কথা বলে

নিজেকে হালকা করা

তার মাঝে তোমার সঙ্গ পাওয়া

এই নিয়ে চলছিল বেশ ভালো

কেন এলো দমকা হাওয়া?

Thursday, April 20, 2023

 সমাজ পতি

-শুভ জিত দত্ত


সত্য মিথ্যা ঘুরিয়ে বলে

লাভ কি ভাই তাতে

সমাজ চলে এর উপরে

এরাই সমাজ পতি


ঘুমিয়ে গেছে জাতির বিবেক

অন্ধ হয়ে হাটে

আবার কবে খুলবে চোখ

অবাক হয়ে থাকি


ঘুষের টাকায় পেট ফুলেছে 

তাতেই বাড়ি গাড়ি

বলবে কি আর দেখে শুনে

এটাই রীতি নীতি


গরীব মানুষ লাথি খায়

আবার খায় কিলও

এসব তাদের সয়ে গেছে

গায়ে লাগে না কিছুই।।

Thursday, April 6, 2023

আমাদের মানুষ-কবিতা


 আমাদের মানুষ

-শুভ জিত দত্ত 

আশেপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা
খেটে খাওয়া মানুষ গুলো
সম্বল বলতে তাদের রোজগার খাটুনি

দুবেলা দুমুঠো পেটে ভাত জুটলেই
হাজারো চাহিদা দূরে রেখে
তাতেই তাদের স্বর্গীয় সুখ অনুভব হয়

কখন যদি হঠাৎ শরীর খারাপ ভর করে
সেদিন বন্ধ থাকে চুলা 
একবেলা কোনো রকমে নুন ভাতে

অসুস্থ শরীর নিয়ে আবার ছুটে চলা
বাড়ি ফেরা একগাল হাসি নিয়ে
শুধু বাজারে থলি হাতে তেমন কিছু নেই

তাদের অল্পতেই খুশি লাগে না বেশি
নেই যে তাদের বিলাসীতা
তারা আমাদের আশেপাশের মানুষ।।

 

কবিতা - ছবির মানুষ


 ছবির মানুষ

-শুভ জিত দত্ত 

কখন দেখা হয় নি তোমাকে সামনাসামনি
শুধু কথার মাঝে গড়ে ওঠে সম্পর্ক
আকাশ পাতাল ভাবনা গুলো তখন থেকে
মনের মাঝে রং তুলিতে ছবি এঁকে চলে

একটা দিন কথা না বললে মনে হয়
হাজার বছরের কথা গুলো জমে আছে
জমতে জমতে কখন যেন কথার 
লাইন গুলো পাহাড় সমান হয়ে গেছে 

তবু যতটুকু দেখেছি সেই ছবিতে
মনে হয় তোমাকে যেন হারিয়ে ফেলি
কোন এক অপ্সরা না হলে কোনো এক
স্বপ্নে দেখা কোনো রাজ কন্যার সাথে

আমার কপ্পলা যেন বার বার হার 
মানাতে বাধ্য হয় তোমার রূপের কাছে 
কোন এক জাদুকরী রূপে সেই ছবিতে 
দেখে আজও মনের দাগ কেটেছে।।