ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, October 30, 2021

 একটু সময় হবে

-শুভ জিত দত্ত


তোমার সাথে বললে কথা

ভুলে যায় সব কিছু 

দুঃখ বলে আছে নাকি

মাথায় আসে না


অপেক্ষা আমি করতে পারি

একটু কথা বলতে দেবে

সময় নষ্ট করবো না

কাজের ফাঁকে কথা বলো 


কখন তোমার সময় হবে

জমানো কিছু কথা আছে

অনেক কিছু বলবো তোমায়

যখন একটু সময় দেবে


যদি খুব রাগ করো 

খানিক একটু বকা দিও

তবুও একটু সময় পেলে

আমার সাথে কথা বলো


Wednesday, October 27, 2021

 দুঃখের সঙ্গী

-শুভ জিত‌ দত্ত


সেদিন হয়তো আকাশটা

বড় মেঘলা ছিল

কলো মেঘের দল গুলো

এসে জড়ো হচ্ছিল


হঠাৎ করেই যেন ছেয়ে

গেল আকাশ জুড়ে

ক্রমেই বিষণ্ণতা ছড়িয়ে পড়লো

কিছু সময়ের ব্যবধানে


তোমার মনটা খারাপ ছিলো

তাই হয়তো সেদিন ওরা

তোমার কষ্টের সঙ্গী হলো

আবার দুঃখের ভাগও নিলো


শুধু আমি কেন কাঁদতে 

পারছিনা না বলতে পারো

শুধু প্রচন্ড যন্ত্রনায় কেন 

ছটফট করছি সারাদিন।।



Monday, October 25, 2021

কবিতা

মায়ার জালে

-শুভ জিত দত্ত

কোন এক কুয়াশা ভেজা

শীতের সকালে

শিশির ভেজা মাঠে তোমাকে

হাটতে দেখে

নিজেকে হারিয়ে ফেলেছিলাম

কি অপূর্ব রূপ যেন তার

চোখ ঝলসে যায়

তাই বার বার বাঁধা পরি

তোমার মায়ার জালে

অচেনা তুমি ছিলে মায়াবী


মন কেরে নাও কি আছে

অপূর্ব ক্ষমতা তোমার

জানো সেদিনের পর থেকে

ঘুমটুা চলে গেছে

যেদিন দেখেছি তোমায়।

Sunday, October 24, 2021

 অপেক্ষা

.... শুভ জিত দত্ত


দেখ ঠিক খুঁজে নেব

যেখানেই তুমি থাকো

বিধাতা যখন লিখেছে

পাবো একদিন ঠিকই


হয়তো কিছুদিন একাকীত্ব

গ্রাস করবে আমায়

তুমি আসবে একদিন

এইভেবে ভালো থাকবো


অনেক গল্প রেখেছি জমিয়ে

যেদিন আসবে তুমি

মনের কথা গুলো 

শোনাবো তোমায়


শুধু জানি না

তুমি কেমন আছো

মনে মনে জপি ঈশ্বরের নাম

যেন তোমায় ভালো রাখে

Saturday, October 23, 2021

কবিতা

 ওরা সংখ্যালঘু

-শুভ জিত দত্ত


রক্ত জল করে গড়া সম্পদ

পুড়ে যেতে দেখতে হয়

অসহায় এর মতো

আর ক্রমাগত চোখের 

জল ফেলতে হয়

এক সময় এই চোখের

জল অভিশাপ হয়ে 

ধরা দেবে সময়ের ব্যবধানে

কি দোষ ছিল

কি বা অন্যায় ছিল

তবু কেন এতো বড়

শাস্তি পেতে হলো

আমরা দূর্বল জাতি

এই কি ওদের অপরাধ

আমরা থাকি আমাদের

মতো লাগি না কারো পিছু

যায় না কোন ঝুট ঝামেলায়

থাকি নিজেদের মতো

তবু কেন হামলা অত্যাচার

আর কত দিন সহ্য 

করতে হবে এই নিদারুণ অত্যাচার।।