ওরা কৃষক
শুভ জিত দত্ত
ওরা দেশের সেরা মানুষ
সোনার ফসল ফলায়,
রোদে পুড়ে জলে ভিজে
ওদের জোটে কলাই।
আমার থাকি দালান ঘরে
ওরা থাকে মাঠে,
কাজের ফাঁকে খানিক একটু
সুযোগ পায়না পাঠে।
ঘামের জলে ভিজে থাকে
জমি চাষের কাজে,
তাদের কখনো যায় না দেখা
বাহারি কোনো সাজে।
তবু মুখে হাসি আছে
মাঠের ফসল দেখে,
তবু ওরা ভালো আছে
ময়লা মাটি মেখে ।।