ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, March 28, 2020



অবাক রাজা

- শুভ জিত দত্ত

চন্দ্র রাজার মস্ত দেশে
কায়দা কানুন বেখায়ালে।
যখন তখন যাকে তাকে
পেলেই ধরে রাস্তা থেকে।
হিসেব করেই শাস্তি দেবে
কড়াই গন্ডাই উসুল করে।
খানিক বাদে ছেড়ে দেবে
ইচ্ছা হলেই ঢুকিয়ে দেবে।
কসাই রাজার মন্ত্রী মশাই
হাত পা মেলে ঘুমিয়ে পড়ে,
শখ যে তার রাজা হওয়ার।
নিয়ম কানুন বলতে নেই
যে যার মত চলছে সবাই।
ছোট্ট ভুলে শাস্তি বেশি
ভূল করলে করবে বেশি,
নাইলে আবার শাস্তি জোটে
আজব রাজার কাণ্ড দেখে
প্রজারা সব রাজ্য ছাড়ে।
রাজা মশাই হতাশ হয়ে
সব ভুল বুঝতে পারে।।

Wednesday, March 18, 2020

সময় আসবে

- শুভ জিত দত্ত
খুব বেশি নেই দেরি
যখন পড়বে ধরা,
পাপের ঘড়া পূর্ণ হলেই
তোমার দেবে সাজা।
 শত অন্যায় অবিচার
করেছো তুমি সমাজে,
তবুও হেসে খেলে বেড়াতে‌
ভয় ছিল না কোন।
যেদিন পড়বে ধরা
পাড়বেনা পালাতে,
তিতাপ যন্ত্রনা করবে ভোগ
মৃত্যু পূরীর দেশে।
থাকবে না পাশে
তোমার কাছের মানুষ,
দূর থেকে তোমার জন্য
করবে আহাজারি।
অসহায় হয়ে থাকবে চেয়ে
দাঁড়াবে না কেউ পাশে,
কাকুতি মিনতি করতে করতে
করবে শাস্তি ভোগ।
অজানা ব্যাধি
- শুভ জিত দত্ত
হঠাৎ করে উদয় হলো
কি জানি এক ব্যাধি
শয়ে শয়ে মরছে মানুষ
হচ্ছে দিশেহারা
দিন গুলো তাই যাচ্ছে কেটে
অজানা এক ভয়ে
কখন জানি কে আবার
চলে যাবে ছেড়ে
এই নিয়ে খবরে
চলছে কাটা ছেড়া
মহামারী এই রোগের
প্রোকোপ যাচ্ছে বেড়ে
রাত দিন এক করে
চলছে গবেষণা
প্রতিষেধকের খোঁজে তাই
হচ্ছে দিশেহারা
প্রতিদিন নতুন নতুন খবরে
ভয় যাচ্ছে বেড়ে
বছর শেষে মিলবে নাকি
এই রোগের ঔষধি

Friday, March 6, 2020

অচেনা তুমি
- শুভ জিত দত্ত

সামনে থেকে দেখিনি তোমায়
দেখেছি ছবি তে।
তোমায় চোখের চাহনিতে
হারিয়েছি বারে বারে।
কি এমন মায়া জালে
জড়িয়েছো বাড়ে বাড়ে।
কি আছে জাদু
বারে বারে চেয়ে থাকি।
চোখের জাদুতে জড়িয়ে ফেলো
পারি না ফিরে থাকতে।
তোমার মায়ার বদ্ধ জালে
জড়িয়ে রাখ মোরে।
জানি না তুমি কোন শহরে
থাক অচিন দেশে।
কোথায় গেলে খুঁজে পাব
যদি বলে দিতে।
তুমি যদি কাছে এসে
যদি ধরা দিতে।
তোমায় নিয়ে পাড়ি দেব
স্বপ্নের কোনো রাজ্যে।


Monday, March 2, 2020

নদীর বুকে
-শুভ জিত দত্ত
কত নৌকা ভিরতো সেথায়
দিন রাত সারাক্ষণে
মাঝির কন্ঠে গানের সুরে
মন মাতিয়ে রাখে
নানা গানে জমত আসর
নদী পাড়ের সময়
গ্রাম গঞ্জের আসতো খবর
সেই নদীর পাড়ে
জোয়ার ভাটার হতো কতো
দেখেছি সে কালে
কত শত ঘটনার সাক্ষী
তার বুকে ঘটেছে
আজ তাই অসহায়
হয়ে চেয়ে রয়
কবে তাই শেষ হবে
সেই নদীর চলা
মায়ের মতো কষ্ট
সেও করেছে শয্য
তবু আছে টিকে
এই বলি হারি


হয়নি বলা
-শুভ জিত দত্ত
আজ আবার নতুন করে
তোমায় ফিরে পাওয়া।
দূরে গিয়ে ভুলিনি তোমায়
চেয়েছি বারে বারে।
কল্পনা তে তুমি ছিলে
আমরা মধ্য মনি।
শত কষ্ট বুকে নিয়ে
তোমায় ছেড়ে ছিলাম।
আমরা ছেড়ে এই কিছু দিন
খুব কষ্টে ছিলে।
কত কথা জমিয়ে ছিলাম
তোমায় বলব আজি।
বুক ফেটে কান্না আসতো
তোমায় দেখবো বলে।
বহু যুগ পরে আমি
তোমায় ফিরে পেলাম।
কখনো থাকব না আর
তোমায় ছেড়ে সেথায়।
আর যাব না তোমায় ছেড়ে
কথা দিলাম আজই।