কঠিন ব্যাধি
......................
শুভ জিত দত্ত
......................
সেদিনের তুমি আর
আজকের তুমি
কত পাথক্য গড়ে
দিয়েছে সময়
এই তো সেদিন
কত কোলাহলময়
দুরন্ত বিকেল আর তুমি
কত কথা বলতে শুনেছি
কখন সুযোগ পাইনি আমি
শুনেছি অবাক দর্শন হয়ে
আর ভেবেছি শ্রোতা হয়ে
কত শত গল্পেরই মাঝে
মাতাল করে দিতে
হাজারো মানুষের ভিড়ে
তুমি ছিলে আমার হয়ে
তবে কেন কঠিন ব্যাধিতে
আক্রান্ত হতে হলো
কেন তোমাকে ছেড়ে যেতে
হবে এই মায়ার ভুবন
পারলে না হয় আমাকেও
নিয়ে যেও ওই অচিন পুরীর দেশে