আলোর ভেলায়
।।শুভ জিত দত্ত।।
আকাশের এই রঙিন ছটা
মেঘে মেঘে লুকোচুরি
নীল আকাশের আবহে
চলে নানা রঙের খেলা
দূর আকাশে ডানা মেলে
পাখিদের মেলা বসে
আকাশ আজ নতুন সাজে
সেজে ওঠে নতুন ছন্দে
শরৎ আকাশ নতুন রঙের
আলপনা এঁকে চলে
মেঘ গুলো আকাশে তাই
রুপের ছটা ছড়ায়
নিমিষেই জড়িয়ে ফেলে
আপন রুপের মায়াজালে
কখন যেন আকাশ তার
রঙে আবহে ঢেকে ফেলে
মুগ্ধ করে আপন আলোর
নানা রঙের ভেলায়
মেঘ গুল ভেসে ভেসে
ছেয়ে যায় আপন ছন্দে
।।শুভ জিত দত্ত।।
আকাশের এই রঙিন ছটা
মেঘে মেঘে লুকোচুরি
নীল আকাশের আবহে
চলে নানা রঙের খেলা
দূর আকাশে ডানা মেলে
পাখিদের মেলা বসে
আকাশ আজ নতুন সাজে
সেজে ওঠে নতুন ছন্দে
শরৎ আকাশ নতুন রঙের
আলপনা এঁকে চলে
মেঘ গুলো আকাশে তাই
রুপের ছটা ছড়ায়
নিমিষেই জড়িয়ে ফেলে
আপন রুপের মায়াজালে
কখন যেন আকাশ তার
রঙে আবহে ঢেকে ফেলে
মুগ্ধ করে আপন আলোর
নানা রঙের ভেলায়
মেঘ গুল ভেসে ভেসে
ছেয়ে যায় আপন ছন্দে