ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, March 29, 2019

'অজানাপথ'

।।শুভ জিত দত্ত।।
নানা পথ আজ
মিশেছে এক হয়ে
দেখিয়েছে নতুন দিশা
ফেলে এক অদম্য সভ্যতা
নতুন নতুন পথের
মাঝে খুঁজে চলা
এক সীমাহীন অধুনিকতা
যার ছোয়া কেবল
দিয়ে গেছে একাকীত্বতা
বড্ড অসহায়ত্বের মাঝে
নিজেকে খুঁজে চলা
এক সীমাহীন
অমানিশার মাঝে
এই ভয়ানক মরণ
নেশায় ছুটে চলা দিনভর
এক দিন না হয়
আলোকময় সে পথ
যে পথ সুন্দরের গল্প লেখা
নারী শক্তি

শুভ জিত দত্ত

তুমি এক প্রেরণার নাম
ক্ষণে ক্ষণে সাহস জোগাও
নারী এক অনন্য বন্ধন
মায়া দিয়ে হয় সৃষ্টি
তোমার উৎসহে সুগম
হয় যত শক্তি কঠিন বাধা
তুমিই স্নেহ ডোরে
আগলে রাখ পরেনা আচর
তোমার মাঝে অনুপ্রেরনা
খোজে মহা বিশ্ব
নারীতেই হয় মুক্তি
নারীতেই হয় সৃষ্টি
যত সুন্দর করিয়াছ ধরনী
তোমার পরশ পেয়ে
তুমি আগলে রাখ তাই
মোরা নতুন আশা পাই
তুমি যাও এগিয়ে হে নারী
তোমার আপন মহিমায়
যাও এগিয়ে যত দুর্গম পথ
ফেলে দিয়ে যত কুসংকার
লাগুক অপবাদ
তবু এগিয়ে যেতই হবে
থেমো না কখনো
দিয় না পিছু পা
তুমি শক্ত তুমি কঠিন
তুমি নারী শক্তি
তুমই স্নেহ ডোরে
বেঁধে রাখ ধরনী
কঠিন ব্যামো
.,.,.,.শুভ জিত দত্ত.,.,.,.,

মন্ত্রী মশায় হনহনিয়ে
চলল শ্বশুর বাড়ি
শ্বশুর নাকি নতুন করে
বেশ ধরেছে ভারি
কি জানি কি উল্টো পালটা
বকছে দিন রাত্রি
শ্বাশুরি তাই চোখের
জলে গড়াগড়ি যায়
শালা বাবুর খোঁজ নেই
আছে ভিন রাজ্যে
জামাই তাই শেষ ভরষা
ডাক বদ্যি মশাই
দাওয়াইা শুনে দিশেহারা
শেপাই পেয়াদা হয়রান
মন্ত্রী মশাই ছুটলো শেষে
হাজির হলো দাওয়াই
সব চিন্তা দূর হলো
মন্ত্রী মশাই ফিরলো
শেষে রাজার দ্বরবারে
রাজা মশাই বহবা দিয়ে
করলো পুরোষ্কিত।।

Friday, March 1, 2019

মেঘের দল

.,.,.শুভ জিত দত্ত.,.,,
রৌদেলা আকাশে
নীলাভ মেঘের রংধনু
কিছুটা রং তুলি দিয়ে আঁকা
কখন কখন সাদা
মেঘ এসে তার
রুপের পরশ দিয়ে যায়
সারাটা বেলা তাদের
এই খেলাই মেতে থাকা
কখন যেন ধূসর
কালো মেঘ গুলো
ধেয়ে আসে
এই ভয় তারা করে
আসবে শেষে মেঘের
দল
স্নগ্ধ হাসি নিয়ে
মাতবে ওরা নানা খেলায়
করবে অনেক মজা