ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, June 11, 2018

বিশ্বকাপ কবিতা

বিশ্বকাপ
..........শুভ জিত দত্ত
উন্মাদোনায় সেরা সবার
জয় করে মনে
জাদুকারী ছোঁয়াতে
বল যায় গোলে
গ্যালারী আওয়াজে
মাঠ যায় ভরে
সব কাজ ফেলে
চল যায় মিছিলে
পাতাকা উড়িয়ে
দিলাম আকাশে
প্রত্যাশা পূরণে হবে
জানি মাঠেতে
এই নিয়ে মাতামাতি
চলছে বিশ্বকাপ
চায়ের দোকানে চলছে
বিতর্কের ফুলঝুরি
নানা রং নানা পোশাখে
চলছে সমর্থন
কাপ টা কে পাবে
এই নিয়ে মাঝে
মাঝে চলে হাতাহাতি
তবু অধরা রয়ে
যায় সোনালী সে কাপ

No comments:

Post a Comment