ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, May 26, 2018

স্মৃতির তরে
....শুভ জিত দত্ত....
মহাদালানের অট্টলিকা
রয়েছে অবিচল
পুরানো স্মৃতির পাতায়
ফিরিয়ে নেয় ক্ষাণিকক্ষণ
কত শত মানুষের মাঝে
হয়েছে মুখোরিত
এখন যেনো শুনশান
কেবলিই শুন্যতা
গুণীজনের পদচরণায়
হয়েছিল সরগরম
আজ এক মহাশুন্যতা
ঘিরে রয়েছে কেবল
নানা শালিশের সুরহা
হয়েছে কত বিচার
মকরষার জালে ছেয়েছে
দেওয়ালের চারিদিক
দেখে না কেউ চোখটি
মেলে দালানের গভীরতা
তবু বহমান এই
মহা শুন্যতার মাঝে
মাঝে মাঝে তাই ছুটে
আসা অট্টালিকার টানে
সময় পেলে ভবনাটাতে
একটু নিদ্রা জাপন
ঠাকুরদাদা বাহারী আসবাব
যেন তেমনই অমলীন

No comments:

Post a Comment