অবহেলার মাঝে
........শুভ জিত দত্ত
হাসি গান আর খেলাধুলায়
কটে ওদের সময়
দুড়ন্তপানা আর দুষ্টুমিতে
ওরাই সবার সেরা
ধুলোই জড়ানো শরীর
ওদের কাটে ফুট পথে
কারো দয়া হলেই
জোটে দুমুটো খাবার
পড়াশুনার বালাই নেই
নেই কোন চাপ
অনাহারেও কাটে দিন
ওদের মাঝে মাঝে
নানা কাজে ওদের নিয়ে
টানা হেচড়া চলে
খারাপ পেশায় নামতে
হয় পেটের টানে
পথ শিশু নামে
ওরা বড় পরিচিত
অবহেলা আর অনাহারে
পার হয় বছর
তবু ওরা টিকে আছে
এই অচেনা শহরে
........শুভ জিত দত্ত
হাসি গান আর খেলাধুলায়
কটে ওদের সময়
দুড়ন্তপানা আর দুষ্টুমিতে
ওরাই সবার সেরা
ধুলোই জড়ানো শরীর
ওদের কাটে ফুট পথে
কারো দয়া হলেই
জোটে দুমুটো খাবার
পড়াশুনার বালাই নেই
নেই কোন চাপ
অনাহারেও কাটে দিন
ওদের মাঝে মাঝে
নানা কাজে ওদের নিয়ে
টানা হেচড়া চলে
খারাপ পেশায় নামতে
হয় পেটের টানে
পথ শিশু নামে
ওরা বড় পরিচিত
অবহেলা আর অনাহারে
পার হয় বছর
তবু ওরা টিকে আছে
এই অচেনা শহরে
No comments:
Post a Comment