পেটুক
.,,.শুভজিত দত্ত.,,.
প্রতিদিন আহারে
থালা চায় সাজিয়ে
দেই মা তাহারে
বসে নিয়ে চেয়ারে
খানিক তাকিয়ে
দিল হাত বাটিতে
দেয় যত বটিতে
বাটি হয় খালি
দেখে মা খালি
কম হলে রেগে
দেয় সে কেঁদে
থামে নাকো সহসা
নানা পদ রাঁধতে
যায় মা হেসেলে
যায় হয়ে সন্ধ্যা
সহজে ভরে না
তাই লাগে বেশি
খায় পেট ভরে
এই নিয়ে হাসাহাসি
করে ওরা খালি
কি লাল তাতে
পেটুক বটে
ভাইটি আমার
মন খুব ভাল
.,,.শুভজিত দত্ত.,,.
প্রতিদিন আহারে
থালা চায় সাজিয়ে
দেই মা তাহারে
বসে নিয়ে চেয়ারে
খানিক তাকিয়ে
দিল হাত বাটিতে
দেয় যত বটিতে
বাটি হয় খালি
দেখে মা খালি
কম হলে রেগে
দেয় সে কেঁদে
থামে নাকো সহসা
নানা পদ রাঁধতে
যায় মা হেসেলে
যায় হয়ে সন্ধ্যা
সহজে ভরে না
তাই লাগে বেশি
খায় পেট ভরে
এই নিয়ে হাসাহাসি
করে ওরা খালি
কি লাল তাতে
পেটুক বটে
ভাইটি আমার
মন খুব ভাল
No comments:
Post a Comment